টাঙ্গাইলে ৪ ক্লিনিক ও হাসপাতাল সিলগালা

টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- টাঙ্গাইল শহরের আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ক্লিনিক অ্যান্ড হাসপাতাল, মক্কা মদিনা ডিজিটাল ক্লিনিক অ্যান্ড হাসপাতাল ও সাবালিয়া ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

এর আগেও গত ২৮ মে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩টি অবৈধ ক্লিনিক সিলগালাসহ ৩টি ক্লিনিককে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে অনুমোদন না থাকায় স্বদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক ও হাসপাতাল, আমানত ক্লিনিক অ্যান্ড হাসপাতালকে সিলগালা এবং দি সিটি ক্লিনিককে ২০ হাজার, কমফোর্ট হাসপাতালকে ৩০ হাজার ও ডিজি ল্যাব সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনেস্টিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।