চোখই বলে দেবে রক্তে কোলেস্টেরল বেড়েছে

আধুনিক জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। কোলেস্টেরল বাড়লে শরীরে না ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এতে বিকল হয়ে পড়েত পারে হৃৎপিণ্ড। বাড়তে পারে হৃদ্‌রোগের ঝুঁকি।

কিন্তু পরীক্ষা ছাড়াই কী করে বুঝবেন কোলেস্টেরল বেড়েছে কিনা? হ্যা, চোখ বলে দেবে। কোলেস্টেরল বাড়লে চোখে কিছু উপসর্গ দেখা দেয়।

দেখে নিন সেসব উপসর্গ-

১. উচ্চ কোলেস্টেরলের কারণে চোখের পাতার উপরের পৃষ্ঠে সাদা বা হলুদ রঙের হালকা দাগ দেখা যাবে।

২. চোখের মণির চারপাশে সাদা গোল গোল দাগ দেখলে বুঝতে হবে কোলেস্টেরল বেড়েছে, চিকিৎসা পরিভাষায় একে বলে ‘কর্নিয়াল আর্কাস’।

৩. উচ্চ কোলেস্টেরলের কারণে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সাধারণত টিভি বা মোবাইলের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে এমন ঝাপসা অনুভূত হয়। কিন্তু যদি কোনও কারণ ছাড়াই মাঝেমাঝেই এমন হয় তাহলে বুঝতে হবে, হয়তো কোলেস্টেরলের মাত্রা বেড়েছে।

এসব লক্ষণের মাধ্যমেই চোখ বলে দেবে রক্তে কোলেস্টেরল বেড়েছে কিনা।

সূত্র : ঢাকাটাইমস