দুই দিনের মধ্যে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, যা কার্যকর হবে শুক্রবার থেকে। দাম বৃদ্ধির পর ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা।
বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানায়, সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয় বলে জানানো হয়।
এর আগে, দুই দফায় ভরিতে ২ হাজার ৩৩২ টাকা কমানোর পর মঙ্গলবার (২৬ জুলাই) ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বাড়ায় বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয় ৭৮ হাজার ৫৫৭ টাকা। সবশেষ এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ৭৭ হাজার ২১৬ টাকা।
২১ ক্যারেট প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৭৫ হাজার টাকা। এই মানের সোনার দামও ভরিতে বাড়ে ১ হাজার ২৮৪ টাকা। আর ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ৬৪ হাজার ২৬৮ টাকা, যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এই মানের সোনার দাম বাড়ানো হয় ভরিতে ১ হাজার ৫০ টাকা।