ভারতে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল Komaki। লঞ্চ হয়েছে Komaki DT 3000 ও Komaki LY ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারগুলিতে দুর্দান্ত লুকসের সঙ্গে পাবেন একগুচ্ছ আকর্ষণীয় ফিচার।
কোম্পানির দাবি এক চার্জে 220 km চলবে এই স্কুটারগুলি। নতুন এই ইলেকট্রিক স্কুটারগুলি কিনতে খরচ কত? কী কী ফিচার্স থাকছে? Komaki DT 3000 ও Komaki LY ইলেকট্রিক স্কুটার সম্পর্কে সব তথ্য জেনে নিন:
Komaki LY: দাম ও ফিচার্স
Komaki LY এর এক্স শো-রুম দাম শুরু হচ্ছে 88,000 টাকা থেকে। গার্নেট রেড, জেট ব্ল্যাক ও মেটাল গ্রে কালারে এই স্কুটার কেনা যাবে। থাকছে 62.9V লিথিয়াম আয়ন ফেরো ফসফেট ব্যাটারি। এক চার্জে 80-90 km চলবে এই স্কুটার। সুরক্ষার জন্য রয়েছে অ্যান্টি স্কিড ফিচার। Komaki LY -তে থাকছে একটি 1500W মোটর। 4-5 ঘণ্টায় এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে।
সামনে ও পিছনের চাকায় থাকছে ডিস্ক ব্রেক। এই ইলেকট্রিক স্কুটারের আমনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবহার হয়েছে। থাকছে 12 ইঞ্চি চাকা।
Komaki DT 3000: দাম ও ফিচার্স
Komaki DT 3000 -এর এক্স শো-রুম দা, 1,22,500 টাকা। মেটাল গ্রে, ট্রান্সলুসেন্ট ব্লু, জেট ব্ল্যাক ও ব্রাইট রেড কালারে এই স্কুটার কেনা যাবে। Komaki DT 3000 -তে থাকছে 3000W BLDC মোটর। সঙ্গে রয়েছে একটি 62V52AH ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 180-220 km পর্যন্ত ছুটবে এই ইলেকট্রিক স্কুটার। সর্বোচ্চ গতি 80 km প্রতি ঘণ্টা।
15A ওয়াল সকেটে মাত্র 4-5 ঘণ্টায় এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। Komaki LY -এর মতোই Komaki DT 3000 -তেও সামনে টেলিস্কোপিক শক অ্যাবজর্বার পিছনে হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাওয়া যাবে।
এই দুই স্কুটারের সঙ্গেই থাকছে কানেকটেড ফিচার। Bluetooth -এর মাধ্যমে এই স্কুটার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট হবে। দুটি স্কুটারেই স্পিকার দিয়েছে Komaki। এছাড়াও থাকছে রিজেনিরিটিভ ব্রেকিং, মোবাইল চার্জ পয়েন্ট, রিভার্স অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল রিমোটের মাধ্যমে লক সহ আরও অনেক দুর্দান্ত ফিচার।
লঞ্চের সময় কোম্পানির ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা জানিয়েছেন, এই দুটি ইলেকট্রিক স্কুটারের সাথে কোম্পানি সবুজ গতিশীলতার দিকে তার পোর্টফোলিও প্রসারিত করেছে এবং গ্রাহকের হাতে আরও ভাল বিকল্প তুলে দিয়েছে।
Komaki-র এই ইলেকট্রিক স্কুটারগুলি Hero Electric, Ola Electric, Ather Energy, TVS এবং Bajaj সহ এর মতো তাবড় ইলেকট্রিক স্কুটার কোম্পানিগুলিকে বাজারে কড়া প্রতিযোগিতার সম্মুখীন করবে। সূত্র : এই সময়