প্রশংসায় ভাসছে আনুশের ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’

মানুষ একটা দুই চাক্কার সাইকেল। চাক্কার মতো অবিরাম ছুটে চলেছে গন্তব্যহীন ভাবে।কখনও কি ভেবে দেখেছে? যাদের জন্য এই ছুটে চলা তারা কতটুকু মুল্যায়ন করেছে? এই বিষয়টি উপজীব্য করে নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করেছেন নাটক ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’ শিরোনামে একটি নাটক। এটি রচনা করেছেন রাকায়েত রাব্বি।

বৃহস্পতিবার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই ফজলুর রহমান বাবু, দিলারা জামান ও মুনিরা মিঠুর অনবদ্য অভিনয়ে মানবিক গল্পের নাটকটি ইতিমধ্যেই শ্রোতামহলে সাড়া ফেলেছে।

পাশাপাশি নাটকের ইউটিউব কমেন্টবক্স, বাংলা নাটক সম্পর্কিত বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে চোখ বুলালেই দেখা যাচ্ছে নাটকটির বিভিন্ন পজিটিভ রিভিউ পাশাপাশি নির্মাণশৈলীর প্রশংসা।

এতে একজন ব্যর্থ বাবা, ব্যর্থ সন্তান এবং ব্যর্থ স্বামী লিয়াকত সাহেব চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছে একে আজাদ সেতু, জামশেদ জামান, তানিন তানহা, ফরগান মিল্টন, মোহাম্মদ সালমান, শ্রাবণ সাব্বির প্রমুখ। গল্পের প্রয়োজনে নাটকে রাখা হয়েছে একটি দেহতাত্বিক গান।

নাটকটি দেখে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘আমাদের কলকাতার নাটকে মধ্যে সংসার ভাঙ্গা শেখায় আর বাংলাদেশের নাটকে সংসার জোড়া লাগানো শেখায়।’

আরেকজন দর্শকের মন্তব্য লিখেছেন, ‘অনেক সুন্দর সত্য একটা কাহিনী, কিছু পরিবারের লাইফ স্টাইল এমনই চলছে বর্তমান সোসাইটিতে! সত্যিই নাটকটি যে বক্তব্য দেয় তা আমাদের বর্তমান সমাজের চিত্র বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ বটে। সাধারণ দর্শক তাই নাটকটি দেখে পজেটিভ মন্তব্য করছেন।’

একজন আফসোস করে লিখেছেন, ‘এতো সুন্দর নাটকে ভিউয়ার নাই। আফসোস!’

রুবেল বলেন, ‘প্রতিটি কাজই করা আসলে দর্শকদের জন্য। একটি কাজ যখন দর্শক ভালোভাবে নেয়, প্রশংসা করে তখন কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।’

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল আনুশ বলেন,’অনৈতিকভাবে বিলাসিতা করা থেকে নৈতিকতায় থেকে অল্পে সন্তুষ্ট থাকাটাই সুন্দর। এই গল্পে মূলত দুইটা শ্রেণির মানুষের জীবনধারা দেখিয়ে সমাজে একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে।’