নিউইয়র্ক সাবওয়েতে হামলার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের ইস্ট ভিলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম ফ্র্যাঙ্ক জেমস (৬১)। পুলিশের বিশেষ অভিযানে অপরাধী ধরা পরে।
নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে গত মঙ্গলবার সকালে হামলা করা হয়। হাম’লাকারী পাঁচজনের ওপর গু’লি ও বি’স্ফোরক ব্যবহার করে। এতে ২৩ জন আহত হয়। ঘটনার পর কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট এবং গ্যাস মাস্ক পরা একজন কৃষ্ণাঙ্গ শ্রমিককে পুলিশ সন্দেহভাজন হিসেবে তালাশ করছিল।
হামলার পর আসামিকে ধরিয়ে দিতে ৪৩ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয় নিউ ইয়র্ক পুলিশ।
অভিযুক্ত বুধবার ম্যানহাটনের একটি ম্যাকডোনাল্ডসের দোকানে গিয়েছিল। একজন তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে রাস্তা থেকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত নিজেই পুলিশকে ফোন করে জানায় তাকে ধরতে গেলে কোথায় আসতে হবে।
পুলিশের দাবি অপরাধী ঘটনাস্থলে একাধিক সূত্র রেখে যায়। সেই সূত্র অনুসরণ করেই তাকে ধরা গেছে।