প্রায় প্রতিটি প্রাণীরই বিশেষ করে মানুষের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ দিনে একাধিক বার মূত্রত্যাগ করা। এই কাজটি করতে গিয়ে মাঝেমধ্যে অনেকেরই হালকা ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়। কখনো কখনো তা তীব্র আকার ধারণ করে।
সাধারণত, মূত্রাশয়ে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এমনটা হয়ে থাকে। মূত্রত্যাগের সময় তীব্র ব্যথা অনুভূত হওয়াকে বিজ্ঞানের ভাষায় ‘ডিসুরিয়া’ বলা হয়। যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলোতে চাপ অনুভূত হওয়া এই ডিসুরিয়ার অন্যতম লক্ষণ।
ব্যাকটেরিয়ার সংক্রমণ ছাড়া আরও কয়েকটি কারণে মূত্রত্যাগের সময়ে এই সমস্যাগুলো হতে পারে। চলুন তবে এক নজরে দেখে আসি কী কী কারণে মূত্রত্যাগের সময় তীব্র ব্যথা বা অস্বস্তি হতে পারে।
# বেশি মাত্রায় শুকনো খাবার খাওয়ার প্রবণতা। শরীরে পানির পরিমাণ কমে গেলে মূত্রত্যাগের সময় ব্যথা হতে পারে, লাগতে পারে অস্বস্তি। তাছাড়া পানি কম খেলে প্রস্রাবের রংও পাল্টে যায়। জন্ডিস হলে যেমন প্রস্রাব হয়, পানি কম খেলে তেমন হয়ে যায় প্রস্রাবের রং।
# বদ হজমের কারণেও প্রস্রাবের সময়ে ব্যথা হতে পারে। প্রস্রাব করার আগে যদি কিছু খেয়ে থাকেন এবং তা যদি ঠিক ভাবে হজম না হয়ে থাকে, তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে।
# মাত্রাতিরিক্ত মদ্যপান ডিসুরিয়ার অন্যতম কারণ। অর্থাৎ, প্রস্রাবের সময় ব্যথা বা অস্বস্তি হতে পারে।
# প্রয়োজনের অতিরিক্ত শরীরচর্চা করলেও প্রস্রাবের সময়ে ব্যথা হতে পারে। বেশি ব্যায়াম করলে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে।
এই কারণগুলো ছাড়াও অন্য যেকোনো শারীরিক সমস্যা থাকলেও প্রস্রাব করার সময় ব্যথা এবং অস্বস্তি হতে পারে। যেমন শরীর কষা হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে মলত্যাগ করার সময়ও দিদারুণ ভোগান্তি পোহাতে হয়।