ওমিক্রনের নতুন তিন উপসর্গ সম্পর্কে জেনে নিন

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে প্রতিদিন বাড়ছে। তবে উপসর্গগুলো তুলনামূলকভাবে মৃদু হওয়ার কারণে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অনেকটা কমেছে। তবে ওমিক্রনের যদি কোনো একটা উপসর্গ দেখা দেয়, তবুও তা হালকাভাবে দেখা উচিত না। ওমিক্রনের সাধারণ লক্ষণ কী কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক। ওমিক্রনের সাধারণ লক্ষণ

যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যানালিসিস’-এর দেওয়া তথ্য অনুসারে কাশি, ক্লান্তি, নাক বন্ধ এবং নাক দিয়ে পানি পড়া ওমিক্রনের সাধারণ উপসর্গ। এ ছাড়া হালকা জ্বর, ঘামাচি, শরীর ব্যথা, অতিরিক্ত ঘামও হতে পারে।

লন্ডনের কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেক্টর একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত রোগীদের বমি বমি ভাব, বমি হওয়া, খিদে কমে যাওয়ার পর উপসর্গও দেখা দিচ্ছে।

এ ছাড়া ওমিক্রনের আরো কয়েকটি নতুন উপসর্গ সামনে এসেছে, যেগুলোকে আপাতদৃষ্টিতে মনে হতে পারে শীতকালীন ঠাণ্ডা লাগার কারণ। কিন্তু এগুলোও হতে পারে ওমিক্রন সংক্রমণের লক্ষণ :

১) গলা চুলকানো বা গলার ভেতর জ্বলার ভাব। ২) মাথা ব্যথা। ৩) ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া।

ওপরের কোনো একটি বা দুটি বা এর চেয়ে বেশি উপসর্গ আপনার মধ্যে দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নিন।