আজ ২৬/১২/২১ তারিখ, দেখেনিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

২২ ক্যারেটের সোনার প্রতি ভরি = ৭১,৯৬০ টাকা টাকা (সোনা প্রতি ভরি ৭১,৪৪২ টাকা সনাতন পদ্ধতিতে) । ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি = ৬৮,৮১১ টাকা (স্বর্ণ প্রতি ভরি . ৬৮,২৯৩ টাকা সনাতন পদ্ধতিতে) । ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি = ৬০,০৬৪ টাকা (স্বর্ণ প্রতি ভরি ৫৯,৫৪৫ টাকা সনাতন পদ্ধতিতে) ।

রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের হিসাব
স্বর্ণের সঠিক হিসাব অনেকে জানে না। তাই আমরা আপনাদের জন্য স্বর্ণের সঠিক হিসেব নিয়ে এসেছি। প্রতি ভরি হিসেবে নিম্নে দেয়া হলঃ

বাংলাদেশে এ হিসেব ব্যবহার করা হয়-

১ ভরি = ১৬ আনা।

১ ভরি = ৯৬ রতি।

১ আনা = ৬ রতি।

আন্তর্জাতিক পরিমাপের এ হিসেব করা হয়-

১ আউন্স = ২.৪৩০৫ ভরি।

১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম।

১ ভরি = ০.৪১১৪৩ আউন্স।

১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম।

১০ গ্রাম সোনার দাম কত?

১১,৬৬৪/১০ = ১১৬৬.৪ ভরি।