দু’বছরে ওজন কমল ২৫ কেজি, কিন্তু কীভাবে

চাকরিসূত্রে থাকেন সিঙ্গাপুরে। করোনার কারণে দু বছর নিজ শহর মালয়েশিয়ার জোহর বাহরুতে যেতে পারেনননি জ্যাকি সিআউ। আর এই সময়ের মধ্যে তার শরীরে এসেছে বিশাল পরিবর্তন। ২৫ কেজি ওজম কমিয়েছেন জ্যাকি সিআউ। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

সিক্স প্যাক অ্যাবস নিয়ে বাড়ি ফেরার পরেও জ্যাকি সিআউকে দেখে চমকে যান তার মা। ২৫ কেজি ওজন কমে তার চেহারায় যেনো পাল্টে গিয়েছে।

জ্যাকি সিআউ বলেন, ‘আমি যখন আগে বাড়ি আসতাম তখন আমার বাবা-মাকে আমাকে খাওয়ার জন্য অনেক বেশি জোর দিতেন। তারা আমার আগের মোটা ভার্সনকে মিস করছে। তাদের এখন ধারণা আমি সিঙ্গাপুরে ভালো নেই, এজন্য ভালো খেতে পারছিনা আর তাই আমি শুকিয়ে গিয়েছি।’

জ্যাকি সিআউয়ের রাতারাতি ওজন কমানোর পেছনের রহস্য:

প্রতিদিন ব্যায়াম করার পাশাপাশি অ্যাক্রোবেটিক গ্রুপের সদস্য ছিলেন সিআউ। সেই সাথে খাবার-দাবারও লাগাম টেনেছিলেন জ্যাকি সিআউ।

দু বছর পর বাড়ি গিয়ে সিআউ দেখতে পারেন তার বাবা-মায়ের বয়স হয়েছে। তিনি বলেন, ‘আমি যখন আমার মাকে আলিঙ্গন করি দেখি তার কপালে রিংকেল পড়েছে, আমার বাবার চুল পাতলা হয়েছে।’

বাবা-মার কাছে থাকলে তাদের পরিবর্তন চোখে পড়ে না তবে দু বছরে সেই পরিবর্তন অনেকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।