যেভাবে হয়ে গেল ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ে

অনেক জল্পনা ও প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন বলিউডের আলোচিত লাভ বার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এদিন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সাজেন ভিকি-ক্যাটরিনা। এরপর রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গের সিক্স সেন্সেস রিসোর্টে সাত পাকে বাঁধা পড়েন। সকলের আশীর্বাদ নিতে বিয়ের পরই দুর্গের বারান্দায় হাজির হন নব দম্পতি।

বিগত একমাস ধরে তাদের বিয়ে ঘিরে নানা জল্পনা। অবশেষে হয়ে গেল সেই বিয়ে। ভিকি-ক্যাটরিনার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে মোট ১২০ জন উপস্থিত ছিলেন বিয়েতে। বিশেষ কোডের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পেরেছিলেন অতিথিরা।

বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের টেস্টি খাবারের আয়োজন করেছিলেন এই তারকা জুটি। সেই তালিকায় রয়েছে স্থানীয় খাবারের পাশাপাশি প্যান ইন্ডিয়ার নানা ডিশ। যেহেতু ভিকি পাঞ্জাবি, তাই তার খাওয়া দাওয়াতেও ছিল পাঞ্জাবি ডিশ। প্ল্যাটারে ছিল ছোলে বাটুরে থেকে শুরু করে বাটার চিকেন।

ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল নানা ধরনের ফল, চকোলেট। ক্যাটরিনার বিয়ের মেনুর দায়িত্বে ছিলেন শেফ শনোজ কুমার। মেনুতে ছিল পাঁচ রকমের অরগ্যানিক স্যালাড, নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার,ফিলিপাইন থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি স্যালাড, ছোলে বাটুরে, ডাল বুখারা,হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি চুরমা, লাল মাস ( রাজস্থানি স্টাইলে মাটন),কমলালেবুর রাবড়ি সহ পাঁচ রকমের বিরিয়ানি। সেই বিরিয়ানি তৈরি করেন শেফ ইমতিয়াজ কুরেশি ও তার টিম।

এর আগে গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয় মেহেন্দি ও সঙ্গীত। মেহেন্দির দিনে ভিকির নামে লাখ টাকার মেহেন্দি পরেন ক্যাটরিনা। খুব শিগগির মুম্বাইয়ে জমকালো রিসেপশন পার্টি দেওয়ার কথা রয়েছে ভিকি-ক্যাটরিনার। সেখানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও অক্ষয় কুমারসহ বলিউডের একঝাঁক তারকা।