ওমিক্রন ৩-৬ মাসে বিশ্বে আচ্ছন্ন হয়ে আধিপত্য করবে, বলছেন চিকিৎসকরা!

সিঙ্গাপুরভিত্তিক সংক্রামক রোগের চিকিৎসকরা বলছেন, আগামি কয়েক মাসে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সারাবিশ্বে ছড়িয়ে পড়বে এবং আধিপত্য বিস্তার করতে পারে।

মাউন্টি এলিজাবেথ নোভেনা হসপিটালের ডা. লিওং হোয়ে নাম বলেছেন, যখন করোনার এই ধরনের জন্য টিকা তৈরি করা হবে, সেই টিকা ওমিক্রন প্রতিরোধ করতে পারা কিংবা না পারার বিষয়টি পরীক্ষা করে দেখতে আরো তিন থেকে ছয় মাস লেগে যাবে। গত বুধবার এ কথা বলেছেন তিনি।

তিনি আরো বলেছেন, ওমিক্রন তিন থেকে ছয় মাসের মধ্যে সারাবিশ্বে আচ্ছন্ন হয়ে ছড়িয়ে পড়বে এবং আধিপত্য বিস্তার করবে। সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন লিওং হোয়ে নাম।

এদিকে এর আগে ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা রূপ মাত্র তিন মাসের মধ্যেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রভাব বিস্তার করেছে। মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানি বানসেল গত সোমবার বলেছেন, ওমিক্রনের জন্য টিকা তৈরি করতে এবং পাঠাতে কয়েক মাস সময় লাগবে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বরলা বলেছেন, ১০০ দিনের মধ্যে তারা ওমিক্রনের টিকা প্রস্তুত করতে চান। তবে সেজন্য তিন মাসের বেশি সময় লাগবে।

সূত্র: সিএনবিসি।