বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

নিম্নে সকল ধরনের ক্যারেট সোনার ভরি হিসেবে সোনার দাম নির্ণয় করা হলো। ২২ ক্যারেট = প্রতি ভরি = প্রতি ভরি 74,147 টাকা। ২১ ক্যারেট =প্রতি ভরি 71,005 টাকা। ১৮ ক্যারেট = প্রতি ভরি 62,275 টাকা।

রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনা কয় ধরনের হয়ে থাকে।
বাংলাদেশে ক্যারেট অনুযায়ী লোকেরা সোনার দাম জিজ্ঞেস করে থাকে। আর এই ক্যারেট অনুযায়ী স্বর্ণের দামও হয়ে থাকে যদিও আমরা ভরি হিসেবে দাম করে থাকি আর সোনা ভরি হিসেবে আমাদের দেশে বেশি প্রচলিত। এবং সোনার সর্বমোট চার ধরনের ক্যারেট হয়ে থাকে।

২৪ ক্যারেটের সোনার
২২ ক্যারেটের সোনার
২১ ক্যারেট সোনার
১৮ ক্যারেট স্বর্ণের
আমাদের দেশে ভরি হিসেবে বেশী কেনাবেচা হয় স্বর্ণ। আর ২২ ক্যারেটের সোনা বাংলাদেশের মধ্যে বেশি চলে থাকে। তবে সবচেয়ে মূল্য বেশি হল ২৪ ক্যারেটের সোনার এ প্রকারের সোনার মধ্যে কোন প্রকার খূত পাবেন না। আমাদের দেশে যেহেতু ২২ ক্যারেট বেশি চলে তাই তা‌ নিয়ে আলোচনা করব।