সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন নজিবুল বশর মাইজভান্ডারী

সৌদি সরকারের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২২ নভেম্বর) সৌদি আরব সফরে যাচ্ছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

ইসলামী সংস্কৃতি, নৈতিকমূল্যবোধ, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও জঙ্গীবাদ বিষয়ে জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামী কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে এদিন দুপুর সাড়ে ১২টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি।

নজিবুল বশর এমপির সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন তরিকত ফেডারেশনের যুগ্ন মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

রোববার (২১ নভেম্বর) বিকালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ন মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর তিনদিন ব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১২৩টি দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমপিসহ ইসলামী স্কলারগণ যোগদান করবেন।

জানা গেছে, কনফারেন্স শেষে ২৬ নভেম্বর (শুক্রবার) মদিনা মনোয়ারায় পবিত্র জুমার নামাজ আদায় ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

আগামী ২৭ নভেম্বর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।