সৌদিতে গৃ’হক’র্মীদের জন্য নতুন আইন।

সৌদিতে গৃ’হক’র্মীদের জন্য নতুন আইন। যা সকলের জন্য বাধ্যতা’মূলকভাবে থাকতেই হবে। সৌদির খবরসৌদি আরবের সরকার বলেছে যে নিয়োগকারী সংস্থাগুলি চু’ক্তিতে উ’ভয় পক্ষের অধিকার রক্ষা এবং

সৌদি আরবের কাজের বাজারের আ’কর্ষণ বাড়ানোর লক্ষ্যে গৃ’হক’র্মীদের ‘চু’ক্তির বীমা করা বাধ্য’তামূলক। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে যে, সৌদি আরবের বাদশাহ সালমান আবদুল আজিজের

নেতৃত্বে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এই পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারী সিদ্ধান্তে বলা হয়েছে যে চুক্তি বাস্তবায়ন শুরুর প্রথম দু’বছরের জন্য নিয়োগ অফিস এবং নিয়োগকর্তার মধ্যে সমাপ্ত চুক্তির সামগ্রিক ব্যয় বীমার অন্তর্ভুক্ত করা হবে।এর পরে, শ্রমিকের ইকামা বা রেসিডেন্সি পারমিট নবায়নের ক্ষেত্রে নিয়োগকর্তার পক্ষে বীমা নির্ধারণ করা হবে।

আরো পড়ুন ;অনাবাসিক এবং প্রথমবারের জন্য দর্শনার্থী- যারা ক’রো’না টিকার উভয় ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ১৪ দিন শেষ করেছেন, তাদের সৌদিতে পৌঁছে কো’য়া”রে”ন্টাই’নে থাকতে হবে না বলে জা’নিয়েছে রা’ষ্ট্রীয় ‘বি’মান’সংস্থা বিমান বাং’লাদেশ এয়ারলাইনস।