১৪ মাস ধরে দেশে আ’টকা,মালয়েশিয়া ফিরে যেতে আ’ন্দো’লনে নামছেন প্রবাসীরা

দ্রুত কর্মস্থলে ফিরে যেতে গত বছর থেকেই সরকারের সহযোগিতা চেয়েছিলেন ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা। এখনও পর্যন্ত কোনও সমা’ধান না পেয়ে আ’ন্দো’লনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১ জুন ঢাকায়

জাতীয় প্রেস ক্লাবের সামনে মা’নব’বন্ধন করবেন প্রবাসীরা। শুক্রবার (২৮ মে) একাধিক মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। rতারা জানান, প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে আ’ট’কে আছেন ছুটিতে

দেশে আসা মালয়েশিয়া প্রবাসীরা। কমপক্ষে ২৫ হাজার প্রবাসী দেশে আট’কে আছেন। গত বছরের সেটেম্বর ও নভেম্বর মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও যোগযোগ করেন তারা। তবে কোনও সুফল না পেয়ে এবার আ’ন্দো’ল’নের সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রবাসীরা জানান, ১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা নিজেদের দা’বি তু;লে ধরবেন। তাদের দাবিগুলো হচ্ছে— প্রবাসী কর্মীদের পা;সপোর্ট দেখে অগ্রা;ধি;কারের ভিত্তিতে ভ্যা’কসি’ন দেওয়া, মালয়েশিয়ায় দ্রুত ফিরতে কূ;টনৈ;তি;ক তৎ;প;রতা বৃদ্ধি,

সৌদি প্রবাসীদের মতো মালয়েশিয়ায় কো’য়া;রেন্টি’নের খ;রচে সর;কারের ভ;র্তু;কি দেওয়া ইত্যাদি। এ প্রসঙ্গে মা;নব;বন্ধনের অন্যতম আয়ো;জক ইসমাইল মোহাম্মদ বলেন, ‘আমরা আশায় আশায় অনেক দিন অপেক্ষা করেছি, কোনও সু;ফল পাইনি। আমরা চাই, সরকার যেন কূ;ট;নৈতিক উ;দ্যো;গ নিয়ে আমাদের ফেরত পা;ঠা;নোর ব্যবস্থা করে। অ’গ্রা;;ধিকার দিয়ে যেন প্রবাসীদের ভ্যা’কসি’ন দেওয়া হয়। সৌদি আরব প্রবাসীদের হো;;টে;লে কো’য়া’রেন্টিনের জন্য সরকার ভর্তু’কি দেবে, এটি ভা;লো উদ্যোগ। তবে সৌদি আর;ব শুধু নয়, সকল প্রবা;সীর হো;টেলে কো’য়া;রেন্টি’নের ক্ষেত্রে একই ধরনের ভ;র্তুকির দা’বি জানাবো আমরা।

’ উল্লেখ্য, ক’রো’না ম’হা’মা’রির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় ২০২০ সালের মার্চে। পরবর্তীতে জুলাই মাসে শ;র্ত সাপেক্ষে ট্রা;ন;জিট যাত্রী ও মালয়েশিয়ার রে;সিডে;ন্স পা;রমিট;ধারী, পেশাজীবী, শিক্ষা;র্থীদেরকে সেদেশে প্রবেশের অ;নুমতি দেওয়া হয়। যদিও বাংলাদেশি প্রবাসী শ্র;মিকদে;র মালয়েশিয়ায় যেতে কিংবা দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তী;তে মালয়েশিয়ার দীর্ঘসূত্রতা ও ক;;ঠিন শ;র্তের কারণে অনেক প্রবাসী কাজে ফিরে যেতে পারেননি।