অতীতের ধারাবাহিকতায় এবারের বাজেটে ও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি বহুমাত্রিক পরিকল্পনার সমন্বয় ঘটবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৯ মে) সকালে তাঁতী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি বাজেট নিয়ে ইতিবাচক প্রস্তাবনা তুলে ধরলেও তারা রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হতে পারেনি।
কাদের বলেন, বিএনপি আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরেছে। এ জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। তারা যতই দ্বিবাচক ভাবনাই ভাবুক কিন্তু সংকীর্ণতার বৃত্ত থেকে বিএনপি এখনো বের হতে পারেনি।
তিনি আরও বলেন, আসন্ন বাজেটেও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়ন, সংকট মোকাবিলা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বহুমাত্রিক পরিকল্পনার অন্যান্য সমন্বয় গড়বে বলে আমরা মনে করি।