কুয়েতের কোনো নাগরিক ইস’রাই’ল সফরে গেলে বা ই’হুদিবাদী দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য কিংবা কোনো ধরনের সম্পর্ক রাখলে তাকে কা’রা’দ’ণ্ড ভোগ করাসহ জ’রিমানা গু’ণতে হবে। দেশটির পার্লামেন্টে শুক্রবার এ আইন পাশ করা হয়। কু’য়েতের পাঁচ এমপি গত সপ্তাহে পার্লামেন্টে এ সং’ক্রান্ত একটি খসড়া বিল উত্থাপন করেন। খবর গালফ নিউজের।
কুয়েতের এমপি আদনান আবদুল সামাদ, হিশাম আল-সালেহ, আলী আল কাতান, আহমাদ আল হামাদ এবং খলিল আল সালেহ ইস’রাই’লের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পার্লামেন্টে ওই বিল উত্থাপন করেন। কোনো কুয়েতি নাগরিক যদি ইস’রাই’লের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বা ই’হুদি’বাদী দেশটি সফর করেন তাহলে তাকে এক থকে তিন বছরের জেল এবং ৫ হাজার কু’য়েতি দিনার জরি’মানা করার প্রস্তাব করা হয় এতে।
ইস’রাই’লের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে শুক্রবার কুয়েতের জাতীয় সংসদে ওই একটি বিল পাস হয়েছে। গা’জা উপত্যকার ওপর সাম্প্রতিক ই’সরাই’লি ব’র্ব’র হা’ম’লার তী’ব্র নিন্দা জা’নিয়ে কু’য়েতের জাতীয় সংসদ বিলটি পাস করেছে। ফি’লিস্তি’ন পরিস্থিতি নিয়ে আ’লোচনা করতে কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলি’স্তি’নিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন।
তারা বলেন, পূর্ব জে’রুজালেম আল-কু’দ’সকে (পূর্ব বায়তুল মুকাদ্দাস) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহ’তি ও সহ’মর্মিতা অব্যাহত থাকবে। কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল-ঘানেম বলেন, ফি’লিস্তি’ন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফি’লিস্তি’ন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু।
তিনি গা’জা উপ’ত্যকার বে’সামরিক অ’বস্থানগুলোতে ইহু’দিবা’দী ই’সরাই’লের সা’ম্প্রতিক ভ’য়াব’হ আ’গ্রাস’নের তী’ব্র নি’ন্দা জানান। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পর’রাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদ নাসের আল-মোহাম্মাদ আস-সাবাহ বলেন, ফি’লিস্তি’নি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।
তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, দখ’লদা’র ইস’রাই’ল সম্প্র’তি যে জ’ঘ’ন্য অ’পরা’ধ করেছে তাকে যু’দ্ধা’প’রাধ হি’সেবে গণ্য করতে হবে। তিনি আরো বলেন, দখলদাররা স’হিং’স’তা ও আ’গ্রা’সনের মাধ্যমে আল-কু’দ’স ও গা’জায় আমাদের ফি’লি’স্তিনি ভাই’দের হ’ত্যা ক’রেছে, অ’বকাঠামো ধ্বং’স ক’রেছে, ফি’লিস্তি’নি কৃ’ষিজমি ও ফলের বাগানে আ’গু’ন দিয়ে’ছে এবং অস’হায় নারী ও শি’শুদের আ’র্তচিৎকা’রকে উ’পহাস করেছে।
কু’য়ে’তের পাশাপাশি কা’তারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে-সানি শুক্রবার দোহায় বলেছেন, ফিলি’স্তিন ইস্যুতে কাতারের নী’তিতে কোনো পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ই’হুদি’বাদী ই’সরাই’লের সঙ্গে কোনোকরম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না।
কুয়েত ও কাতার এমন সময় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উ’ম্মাহর প্রা’ণের দাবি সমর্থন করে বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ই’হুদি’বাদী ইস’রাই’লকে স্বীকৃতি দিয়ে এই অ’বৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বা’ভাবিক করেছে।