ভারতজুড়ে করো’নাভাই’রাসের দ্বিতীয় ঢেউয়ের আ’তঙ্কের মধ্যে ক্রমেই বা’ড়াচ্ছে ব্ল্যা’ক ফা’ঙ্গাসের সং’ক্রম’ণ। সেই সঙ্গে উঠে আসছে সাদা বা হলুদ ছত্রা’কের সং’ক্র’মণের প্র’সঙ্গও। কিন্তু এবার শোনা গেল আরও এক ধরনের ছ’ত্রা’কের সং’ক্রম’ণের কথা। অ্যাসপারজিলাস নামের ওই ছ’ত্রা’ক থেকে অ্যা’সপারজি’লোসিস নামের সং’ক্র’মণ হয়। এবার করো’না রোগীদের মধ্যে এই সং’ক্র’মণও ধরা পড়ল।
কালো ছ’ত্রাকের মতো এই ছ’ত্রা’কের সং’ক্র’মণও সাধারণভাবে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠা করো’না রোগীদের মধ্যে। বৃহস্পতিবার গুজরাটে এই ধরনের ৮টি সং’ক্রম’ণ ধরা পড়ার কথা জানা গেছে। কতটা বি’পজ্জ’নক এই সং’ক্র’মণ? চিকিৎসকরা জানাচ্ছেন, কালো ছ’ত্রা’কের মতো প্রা’ণঘা’তী না হলেও অব’হেলা করলে এই সং’ক্র’মণ থেকেও মৃ’ত্যু হতে পারে।
বারোদার এক করো’না বিশেষজ্ঞ ডা. শীতল মিস্ত্রি জানিয়েছেন, “এই সং’ক্রম’ণ যারা কো’ভিড সং’ক্র’মণ থেকে সেরে উঠেছেন কিংবা এখনও চিকি’ৎসাধীন রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নতুন এই ছ’ত্রা’কের সং’ক্র’মণ। তবে অ্যাসপারজিলোসিস ব্ল্যাক ফাঙ্গাসের মতে প্রাণ’ঘা’তী নয়। কিন্তু এটার থেকেও মৃ’ত্যু হতে পারে।”
এমনিতে অ্যাস’পারজি’লাস ছ’ত্রাক খুব সাধারণ একটি ছ’ত্রাক। কিন্তু শরী’রে রোগ প্র’তিরোধ ক্ষমতা কমে গেলে এই ছ’ত্রাকই বি’প’জ্জনক হয়ে উঠতে পারে। কেন এই ধরনের নানা রকম ছ’ত্রাক সং’ক্র’মণ দেখা যাচ্ছে করো’না রোগীদের মধ্যে?
বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারকেই দায়ী করছেন। তাদের মতে স্টেরয়েডের অপরিমিত ব্যবহারই বি’প’দ ডেকে আনছে। বহু চিকিৎসকই করো’না চিকিৎসায় স্টেরয়েডকে ‘ম্যা’জিক ওষুধ’ হিসেবে ব্যবহার করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, এটির প্রয়োগ ঠিকমতো চিন্তাভাবনা করেই করা উচিত। সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস