ই’মামের সঙ্গে ‘চতুর্থ’ সংসারের স্বপ্ন দেখেছিলেন ২৬ বছরের আসমাসংশ্লিষ্ট সূত্র
প্রে’মই মুক্তি, প্রে’মই শক্তি, প্রে’মই পরিবর্তনের গুপ্তশক্তি, প্রে’মই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরুপ। প্রে’মের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই। তবে আছে মুদ্রার উল্টা পিঠ।
নতুন খবর হচ্ছে, রাজধানীর দক্ষিণখানে ম’সজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে নি’খোঁজ যুবকের ছয় টুকরা ম’রদেহ উ’দ্ধারের ঘটনায় করা মা’মলায় আজহারের স্ত্রী’’’’’ আসমা আক্তার ও ম’সজিদের ই’মাম মা’ওলানা আব্দুর রহমানের পাঁচ দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত।
এদিকে, র্যা’বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ই’মাম মা’ওলানা আব্দুর রহমান জানিয়েছেন, আজহারকে হ’ত্যার পর ই’মামের সঙ্গে চতুর্থ সংসার করতে চেয়েছিলেন আসমা। তাই তার পরিকল্পনায় এই হ’ত্যাকা’ণ্ড সংঘটিত হয়।এদিকে, র্যা’বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ই’মাম মা’ওলানা আব্দুর রহমান জানিয়েছেন, আজহারকে হ’ত্যার পর ই’মামের সঙ্গে চতুর্থ সংসার করতে চেয়েছিলেন আসমা। তাই তার পরিকল্পনায় এই হ’ত্যাকা’ণ্ড সংঘটিত হয়।
জানায়, ২০১৪ সালে টাঙ্গাইলের এক কৃষকের সঙ্গে বিয়ে হয় আসমা’র। পরে তাঁকে ডিভোর্স দিয়ে ২০১৫ সালে বিয়ে করেন নি’হত আজহারের বড় ভাইকে। এরপর আজহারের সঙ্গে পর’কী’’য়ায় জড়ান। ২০১৬ সালে দুজন পালিয়ে ঢাকায় এসে বিয়ে করেন। আজহার গার্মেন্টে চাকরি নেন। ২০১৭ সালে তাঁদের ছে’লে হয়। চার বছরের এই শি’শু আরিয়ানকে আরবি শেখাতে গত জানুয়ারিতে আবদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এরপর দুজনের স’ম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেরে গত ফেব্রুয়ারির একদিন আবদুর রহমানকে ঘর থেকে বের করে দেন আজহার। পরে অন্যের নামে কেনা মোবাইলের সিমে দুজনের কথা হতো। এই সময়ের মধ্যে অন্য বাড়িতে গিয়ে চার দিন তাঁরা একান্তে সময় কাটিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আবদুর রহমান ও আসমা। জিজ্ঞাসাবাদে তিনি র্যা’বকে জানিয়েছেন, তিনি আসমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন।