রাতে এলআরটি কেলানা জয়া লাইনে দুটি ট্রে’নের সং’ঘ’র্ষের পর গণপরিবহন অ’পা”’রেটর প্র’সারণ মালয়েশিয়া বিএইচডি ২০০ জনের বেশি যাত্রীর জন্য একটি ক্ষ’তিপূ’রণ প্যাকেজ ঘোষণা করেছে। আ’হ’ত’রা
সকলে চি’কি’ৎ’সা ব্যয় বাবদ মালয়েশিয়ান এক হাজার রিঙ্গিত বা বিশ হাজার পাঁচশ’ টাকা পাবেন। সং’ঘ’র্ষের ঘটনায় গণপরিবহন অ’পারে’টর প্রসারণ মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক সেরি তাজউদ্দিন আবদুল রহমানও
দাবি করেছেন যে ঘটনাটি কোম্পানির নি’য়ন্ত্রণের বাইরে ছিল। তিনি জোর দিয়ে বলেন, ‘যে এই বিষয়ে আমরা সম্পূ’র্ণ দায়িত্ব নেবো। ঘটনাটি ছিল একটি অ’প্রত্যাশিত দু’র্ঘট’না।এছাড়াও যারা হাস”পা’তালে ভর্তি হয়েছিল তাদেরও সহায়তা করব।’ দু’র্ঘট’নার স্থান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ‘আমরা ক্ষ’তি’গ্র’স্থ’দের এবং জনসাধার’ণের কাছে ক্ষ’মা চেয়েছি। এই প্রথম এমন ঘটনা ঘটেছে। তবে আমি ব্যবস্থাপনার সাথে আলোচনা করেছি এবং ক্ষ’তিগ্র’স্থ যাত্রীদের সহায়’তার জন্য প্রয়োজনীয় পদক্ষে’প নেব।
তারা ভ’র্তি হওয়ার দিন থেকে তাদের অব্যাহতি না দেওয়া পর্যন্ত আমরা তাদের চিকি’ৎসা ব্যয়ভার বহন করব। তাজউদ্দীন আরও নিশ্চিত করেছেন, ‘দু’র্ঘট’নার ট্রে’নে ২১৩ জন যাত্রী ছিলেন যারা গো’ম্বাক থেকে কেএলসিসিতে যাচ্ছিলেন। মোট ৬৪ জন যাত্রীকে গু’রুত’র আহ’ত অবস্থায় হাস’পা’তালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনজনকে ভে’ন্টি’লে’টরের সহায়তা দেওয়ার প্রয়োজন হয়।’ চেয়ারম্যান আরও বলেন, ‘দু’র্ঘ’টনা’র কারণে যারা আয় হা’’রিয়ে’ছেন তারা যতক্ষণ না তারা কাজে ফিরতে উপযু’ক্ত হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাদের যুক্তিস’ঙ্গত সংখ্যক দিনের জন্য ব্যয় করতে সহায়তা করব।’
দু’র্ঘটনা’র কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃ’পক্ষ এখনও তদ’ন্ত করছে। তদ’ন্ত প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। তবে এলআরটি এবং অন্যান্য ট্রেনগুলিসহ তাদের ট্রেন পরিষেবাগুলি যথারীতি পুনরায় চালু হবে। ব্যবস্থাপনার চলাচল নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) স্ট্যা’ন্ডার্ড অপারেটিং পদ্ধ’তি অনুসরণ করা হয়েছে এবং কেবল ২১৩ জন যাত্রী ট্রেনে বহন করেছে, যেখানে ট্রেনের পূর্ণ ক্ষ’ম’তা আসলে ৮০০। এই বিষয়ে তাজউদ্দিন বলেন, ‘এমসিও (মুভমেন্ট কন্ট্রোল অর্ডার) কার্যকর হওয়ার পর থেকে আমরা এত বেশি যাত্রীকে কখনো অনুমতি দিইনি।’ দু’র্ঘট’নার সময় যে সমস্ত যাত্রী ট্রে’নে’র মধ্যে থাকা তাদের নিজস্ব জিনিসপত্র ফেলে গেছেন তা পুনরায় দাবি করতে একটি হটলাইন নাম্বার ও একটি ইমেইলের কথাও জানান দাতুক সেরি তাজউদ্দিন। প্রসঙ্গত,
মালয়েশিয়ায় গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে দুইটি এলআরটি ট্রেনের মুখোমুখি সং’ঘ’র্ষের ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১৬৬ জন আ’হত’ হয়েছেন। তাদের মধ্যে গু’রু’তর আ’হ’ত হয় ৪৭ যাত্রী। এলআরটি ট্রেন কেএলসিসি স্টে’শনের কাছে ভূগর্ভস্থ’ অংশে একটি যাত্রীবা’হী ও খালি ট্রে’নের সঙ্গে সং’ঘ’র্ষে এ ঘট’না ঘটে।