ঢাকাই সিনেমা’র অ’ভিনেত্রী পরীমনিকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। নানা ধরনের খবর ভেসে বেড়ায় তাকে নিয়ে।
তার ছোটবেলা, সিনেমা’র আগের জীবন এবং ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা দেয়ার পরের নানা ঘটনা সবার মুখে মুখে। এমনকি তার কথিত ‘স্বামীর’ সঙ্গে বেশকিছু ছবি এখনও ভেসে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়।
পরীমনির ছোটবেলা ও পড়াশোনা-১৯৯২ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন পরীমনি। শামসুন্নাহার স্মৃ’তি তার আসল নাম।
ছোটবেলায় মা সালমা সুলতানা ও বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন নানা শামসুল হক গাজীর কাছে।
ছোটবেলা থেকে ‘পরী’ বলেই ডাকতেন তাকে। কাছের মানুষরাই পরীর সঙ্গে ‘মনি’ যোগ করেছেন। কিন্তু তার বাবা ‘স্মৃ’তি’ নামেই ডাকতেন। পরীমনি বললেন, আমা’র জন্মের আগেই বাবা নাম ঠিক করে রেখেছিলেন। মেয়ে হলে রাখার কথা ছিল ‘স্মৃ’তি’। কিন্তু নামটা এখন হারিয়ে গেছে। যা ভেবে এখনও খারাপ লাগে আমা’র।
এসএসসি পর্যন্ত বরিশালে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
পর্দায় পরী-২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। এর আগের জীবনকে পরিমনী নিজেই বলেছেন ‘অন্ধকার’। কারণ সেই সময়ে তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। ঢাকায় এসে মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। বিভিন্ন নৃ’ত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অ’ভিনয় করেন পরীমনি।