করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পুরো বিশ্ব থেকে এবার ৬০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ‘দ্যা সিয়াসাত ডেইলি’ এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়,
২০২১ সালে সৌদি আরবের অভ্যন্তরীণ ১৫ হাজার এবং বিশ্বের বাকি দেশগুলো থেকে ৪৫ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। সৌদি আরবের বাইরের মুসলমানদের জন্য আগামী জুলাই মাসে হজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেবে। এবার হজ পালনের জন্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে সৌদি সরকার। সেগুলো হচ্ছে –
১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে। ২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৩. হজের আগের ছয় মাস কোনো অসুস্থতায় হাসপাতালে ভর্তি ছিলেন না- এমন প্রমাণপত্র দাখিল করতে হবে। ৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র দাখিল করতে হবে।
৫. গ্রহণ করা টিকা সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হতে হবে। ৬. বিদেশিদের হজে আসার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৭. টিকার প্রথম ডোজ অবশ্য ঈদুল ফিতরের আগে নিতে হবে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।
৮. করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে হাজিদের এসব নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রসঙ্গত, করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এদিকে মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে আর ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৭৮ জন। এছাড়া একই সময়ে ১ হাজার ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৬০ জন।