গো’পন বৈঠক করতে মুনিয়ার বোনকে বসুন্ধ’রার এমডির আল্টিমেটাম!

র’হস্যজনকভাবে নি’হত কলেজ ছা’ত্রী মোসারাত জাহান মুনিয়ার বোনকে গো’পনে বৈঠক করতে চাপ দিচ্ছেন বসুন্ধ’রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। মা’মলার বিষয়ে মুখ বন্ধ করতে এমনটি করা হচ্ছে বলে অ’ভিযোগ করেছেন মুনিয়ার বড়বোন নুসরাত জাহান তানিয়া।

২১ বছর বয়সী তরুণী মুনিয়া রাজধানীর অ’ভিজাত এলাকা গুলশানের ব্যয়বহুল ফ্ল্যাটে একাই থাকতেন। ঘটনাটি ‘হ’ত্যা’ নাকি ‘আত্মহ’ত্যা’ বিষয়টি এখনও উদঘাটন হয়নি। তবে এ ঘটনায় ‘আত্মহ’ত্যার প্র’রোচনার’ অ’ভিযোগে বসুন্ধ’রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বি’রুদ্ধে মা’মলা দায়ের করেছিলেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া।

মুনিয়ার ম’রদেহ যেই ফ্ল্যাট থেকে উ’দ্ধার করা হয় সেখানে নিয়মিত মুনিয়ার সঙ্গে সময় কা’টাতেন বসুন্ধ’রার এমডি আনভীর। মুনিয়ার উ’দ্ধারকৃত ডায়েরি থেকে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আনভীর ও মুনিয়ার মধ্যে স’ম্পর্ক গড়ে উঠেছিল।

মুনিয়ার মৃ’ত্যু ঘটনা ঘটে গত ২৬ এপ্রিল। ছোট বোনের মৃ’ত্যুর ঘটনায় পরের দিন ২৭ এপ্রিল রাজধানীর গুলশান থা’নায় মা’মলা দায়ের করেন নুসরাত জাহান তানিয়া। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে বসুন্ধ’রার এমডি সায়েম সোবহান আনভীর ও তার পরিবার। এক পর্যায়ে তার পরিবারের অন্যান্য সদস্যরা চার্টার্ড বিমানযোগে সংযু’ক্ত আরব আমিরাতের দুবাই চলে যান।

তবে অ’জ্ঞাত স্থান থেকে বিভিন্ন মাধ্যমে সংশ্লিষ্ট মা’মলার বাদি নুসরাতকে মা’মলা’টি তুলে ফেলতে একের পর এক প্রস্তাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নুসরাত নিজেই। প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাতের বি’রুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে। অসৎ উদ্দেশ্যে আনভীর তার লোকজনকে দিয়ে বিভিন্ন পেজ থেকে বুস্টিং করে কুৎসা ছড়িয়ে দিচ্ছেন বলে অ’ভিযোগ করেন নুসরাত। মুনিয়ার বড় বোন বলেন, ইন্টারনেটে আমাদের বি’রুদ্ধে যেসব আ’পত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা নেই।

নুসরাত জাহান তানিয়া সংবাদমাধ্যমকে বলেন, বসুন্ধ’রার এমডি আনভীর একাধিকবার আমাদেরকে হু’মকি দিয়েছে। মা’মলা তুলে নিতে চাপ দিয়েছে। কিছুদিন আগে এক জীবনের জন্য মোটা অংকের টাকা নিয়ে অন্তত তিন মাসের জন্য আমাদেরকে চুপ থাকতে বলেছিল। এখন আবার আমাদের সঙ্গে গো’পনে বৈঠক করতে বিভিন্ন মাধ্যমে প্রস্তাব পাঠানো হচ্ছে। শুরু থেকেই এমন প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে, আম’রা তাকে বিচারের মুখোমুখি করব। আমি আমা’র বোনের হ’ত্যার বিচারই চাই।