বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ সরানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় সরকারের নীতিহীন অবস্থান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ মে) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিতে আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে।
ইসরাইল সরকারের অভিনন্দন টুইটের পরিপ্রেক্ষিতে তা অস্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পজিশন ঘোষণা করা। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় সরকারের নীতিহীন অবস্থান বেরিয়ে এসেছে।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বশেষ বক্তব্য নিঃসন্দেহে ফিলিস্তিনি-ইসরালেয় সংকট সমাধানে অত্যন্ত তাৎপর্যময়। বিএনপি মার্কিন প্রেসিডেন্টের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছে।