ফি’লিস্তি’নে ইস’রাই’লের ব’র্বরো’চিত হা’ম’লার প্র’তিবাদে জার্মানির ফ্রা’ঙ্কফু’র্টে বি’শাল বি’ক্ষোভ ও প্র’তিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফি’লিস্তি’নি কমিউনিটি ইন হেসেন নামক একটি সংগঠনের উদ্যোগে শনিবার (২২ মে) স্থানীয় সময় দুপুর ৪টায় ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্র রোমারে এ বি’ক্ষো’ভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের মুসলমানরা ছাড়াও সমাবেশে বিপুলসংখ্যক অমুস’লিমরাও অংশগ্রহণ করে ইস’রাই’লের ব’র্ব’রো’চিত হা’ম’লার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বি’ক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেছেন। বি’ক্ষোভ সমাবেশে মুস’লিম কমিউনিটির নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, মানবাধিকার সংগঠনের এমনকি একাধিক অন্য ধর্মের নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা ফিলিস্তিনের ওপর ইস’রাই’লের হা’ম’লার তী’ব্র নি’ন্দা জানিয়ে বলেন, এ হা’ম’লা মা’নবতার বি’রুদ্ধে একটি জ’ঘন্য অ’পরাধ। তারা বলেন, অবৈধ দখ’লদার ইস’রাই’ল পবিত্র রমজান মাসে ফি’লিস্তি’নের নিরাপরাধ মানুষের ওপর দান’বের মতো ঝাঁ’পিয়ে প’ড়েছে।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে নামাজরত অবস্থায় মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসা চত্বরে ঢুকে দখলদার ইস’রাই’লি বাহিনী আ’ক্র’মণ করেছে, যা একটি ঘৃ’ণ্য এবং জঘন্য অ’পরা’ধ। বি’ক্ষোভ সমাবেশে ‘ফ্রি ফি’লিস্তি’ন’, ‘ফ্রি আল আকসা’সহ নানা স্লো’গান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যা’নার এবং ফি’লিস্তিনের পতাকা ও মসজিদ আল আকসার ছবি নিয়ে বিক্ষোভকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।
বি’ক্ষোভকা’রীরা ইস’রায়ে’লের এ আ’ক্র’মণকে গ’ণহ’ত্যা বলে আখ্যা দেন। তারা জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নসহ সব আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের ইস’রাই’লের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তারা জার্মানিকে ইস’রাই’লের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান।