বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলের দিকে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূলজুড়ে দেওয়া হয়েছে সতর্কবার্তা, রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ।
একনজরে দেখে নিন, ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকতে কী করবেন। ঝড়ের সময় এবং পরে কী করা উচিত নয়। কী করবেন? ১. ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ জায়গায় থাকুন। ভাঙা বাড়িতে থাকবেন না। পাকা বাড়িতে নিরাপদ স্থানে থাকুন। বন্যা কবলিত এলাকায় বাড়ি হলে আগে থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
২. অত্যাবশকীয় সামগ্রী, খাবার, ওষুধ, পানি আগে থেকে সংগ্রহ করে রাখুন। ৩. পোশাক তৈরি রাখুন। ৪. মোবাইলে ফুল চার্জ দিয়ে রাখুন। ৫. ঝড়ের আগে থেকেই টর্চ, দেশলাই বাক্স, হ্যারিকেন ইত্যাদি হাতের কাছে রাখুন।
৬. সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাড়ি হলে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা-পয়সা সুরক্ষিত জায়গায় রাখুন। ৭. বাড়িতে গবাদি পশু থাকলে তাদেরও নিরাপদ জায়গায় রাখুন। গৃহপালিত পশুর বাঁধন খোলা রাখুন। ৮. ঝড় থেমে যাওয়ার পর বাড়ির চারপাশ ভালো করে দেখুন। ভেঙে পড়া গাছ, বৈদ্যুতিক খুঁটি পড়ে থাকতে দেখলে সংশ্লিষ্ট দফতরকে খবর দিন।
কী করবেন না ১. গুজবে কান দেবেন না। নিজেও গুজব ছড়াবেন না। রেডিও ও টিভির খবরে চোখ রাখুন। ২. নিরাপদ জায়গা কোনওমতেই ছেড়ে যাবেন না।
৩. কেটে পড়ে থাকা বৈদ্যুতিক তার, ভেঙে যাওয়া খুঁটিতে হাত দেবেন না। ৪. ঝড়ের সময় বাড়ির বাইরে বেরোবেন না। ৫. ঝড়ের সময়ে বাড়ির ইলেকট্রিকের মেইন সুইচ বন্ধ রাখুন ৷ গ্যাস ওভেন চালু রাখবেন না।