আগামী শনিবার (২৯ মে) থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,
সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হো’টে’ল কোয়া’রেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। একটি জমা করুন এবং সর্বোচ্চ €1500 + 150
ফ্রি স্পিন নিন আরও জানুন তবে সৌদি আরবে যেতে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়া’রেন্টি’নে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য হো’টেল বুকিংসহ কো’য়া’রেন্টিন প্যাকে’জ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। একটি জমা করুন এবং সর্বোচ্চ €1500 + 150 ফ্রি স্পিন নিন আরও জানুন প্রসঙ্গত, আরব সরকার ২০ মে থেকে বিভিন্ন শ’র্ত আরোপ করায় পাঁচ দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ার’লাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়।
সৌদি কর্তৃপক্ষের হো”টেল কো’য়ারে’ন্টিন’সহ বিভিন্ন শর্ত আরো’পের কারণে বিমান’ বাংলাদেশ এয়ার’লাইনস এ সিদ্ধান্ত নেয়। ফলে ভোগান্তিতে পড়েন সৌদিগামীরা। হো’টে’লে বুক করা, ফ্লা’ইট শি’ডিউল পাওয়াসহ সামগ্রিক বিষয়ে বিভ্রা”ন্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। এবার বিমান কর্তৃপক্ষ জানালো, ২৯ মে থেকে আ’বার সৌদি আরবে ফ্লাইট চালু হচ্ছে। উল্লেখ্য, হো’টে’ল ‘বুকিং’সহ কো’য়ারে”ন্টিন প্যাকেজ ও বিমানের আস’ন সংর’ক্ষণে’র জন্য সৌদিগামী যাত্রীদের নি’ক’টস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ বিমান।