কাউ’ন্টার টে’রো’রিজম ই’উনিট সূত্রে জানা গেছে, সাকিবের কাছ থেকে প্রাথমিক জি’জ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মা’মলা’র এজা”হারে বলা হয়েছে, ‘সাকিব মোবাইল ফোনে উ’গ্র’বাদ বা’র্তা সং’বলিত ভি’ডিও
প্রচা’রকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উ’গ্রবা’দী জি’হাদি হা’ম’লার বার্তা সংবলিত ভিডিও দেখে উ’গ্রবা’দে আ’স’ক্ত হয়।’ ওই এজাহারে মুফতি আমির
হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই তাকে আ’ট’ক করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র। কুষ্টিয়া সদর উপজে’লার পাটিকাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার বিকালে মুফতি আমির হামজা বাড়িতে আসেন।
এরপর আজ সোমবার বিকালে তাকে আই’নশৃ’ঙ্খ’লা বা’হি’নীর প’রিচয়ে বাড়ি থেকে গ্রে’ফ’তা’র করে নিয়ে যায়। মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজে’লার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছে’লে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।