ওমানে সড়ক দু’র্ঘ’ট’না’য় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী ব্যবসায়ী মো.নাছির উদ্দিন প্রকাশ মুন্সি (৪৭)। শুক্রবার (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মা’স্কট সিটির পুরাতন বিমানবন্দর সংলগ্ন সুলতান
কাবুজ স’ড়’কে এই দু’র্ঘ’ট’না ঘটে। নি”হ”ত নাসির উপজেলার ফটিকছড়ি পৌরসভার মহ’দ্দীর বাড়ির মৃ’ত কবির আহ’ম্মদের ছেলে। নি”হ”তের পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়দের সঙ্গে দেখা করে ট্যা”ক্সি’তে করে
বাসায় ফিরছিলেন নাসির। দ্রুতগ’তির ট্যাক্সিটি হামরিয়া থেকে রিসেলের দিকে ফেরার পথে নিয়’ন্ত্রণ হা’রি’য়ে সড়কের পাশে গাছের সাথে ধা’ক্কা লেগে দু’ম’ড়েমু’চ’ড়ে যায়। ঘট’নাস্থ’লে প্রা’ণ হা’রা’য় নাসির। এ ঘটনায় গাড়ির চালক ওমানি ও পাকিস্তানি নাগরিকসহ মোট তিন’জন প্রাণ হা’রা’ন। বিষয়টি নিশ্চিত করে নি”হ”তে’র ভাই প্রবাসী জাহাঙ্গীর বলেন, আমাদের ভাই সবজি মার্কেটে ব্যবসা করতেন। বৃহস্পতিবার হামেরিয়াতে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
শুক্রবার সারাদিন থেকে বাসায় ফেরার পথেই ‘দু”র্ঘ’টনা’র কবলে পড়েন তি’নি। সকালে পু’লিশ বিষয়টি স্বজনদের জানায়। তার ম”রদে’হ বর্তমানে কৌ’লা হা”সপা’তা”লে রয়েছে। নি”হ”ত নাসিরের ভাতিজা মহসিন জানান, নাসির এক ছেলে ও দুই মেয়ের জ’নক ছিলেন। বছরখানেক আগে তিনি দেশে এ’সেছিলেন। এদিকে, বর্তমানে বাংলা’দেশের সঙ্গে ওমা’নের ফ্লা’ইট চলা’চল বন্ধ। ফলে তার ম”রদে’হ দেশে আসতে দেরি হতে পারে বলে ওমানের বাংলাদেশ দূতা’বাস সূত্র জানি’য়েছে।