করোনা মহামা’রির প্রকো’প যেন ধর্মীয় বিভেদ ভুলিয়ে দিয়ে একসুতোয় বাঁধছে ভারতবাসীকে।
তারই এক নজির সামনে এলো আবারও। রেখা কৃষ্ণা নামে কেরালার এক হিন্দু চিকিৎসক মৃ’ত্যু পথযাত্রী এক মুসলিম করোনা রোগীর কানে পবিত্র কলেমা পড়ে শোনালেন তিনি।
জানা গেছে, কয়েকদিন আগে কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হন করোনা আ’ক্রা’ন্ত এক মুসলিম নারী। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা চিকিৎসা করছিলেন তার।
অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে রাখা হয় ওই রোগীকে। তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়।
স্বজনদেরও সেকথা জানিয়েও দিয়েছিলেন তিনি। যেহেতু করোনা আ’ক্রা’ন্ত তাই ওই মহিলার সঙ্গে স্বজনদের কেউই দেখা করতে পারছিলেন না।
এদিকে, একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিঃশ্বা’স নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে পবিত্র কলেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলেমা পড়ামাত্রই রোগী গভীর শ্বা’স নেন। তারপরই মৃ’ত্যু হয় তার।
রেখা জানান, তিনি দুবাইতে বেড়ে উঠেছেন। তাই ইসলাম ধর্ম সম্পর্কে কমবেশি জানেন তিনি। সে কারণেই মৃ’ত্যুপথযাত্রী করোনা রোগীর কানে কলেমা পড়ে শুনিয়েছিলেন রেখা।
এমনিতেই করোনাক্রা’ন্তদের থাকতে হচ্ছে নিভৃতবাসে। ফলে অবস্থা খারাপ হলেও মৃ’ত্যুপথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকজনও। এসময় চিকিৎসকরাই একমাত্র ভরসা রোগীদের। তাই মুসলিম রোগীর জীবনের শেষ মুহূর্তে ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু চিকিৎসকের এমন আচরণ নিঃসেন্দে’হে প্রশংসার দাবিদার।