কা’রাগারে মাওলানা ইকবালের মৃ’ত্যু:যা বললেন বাবুনগরী

কারাগারে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনটির আহবায়ক আল্লামা জোনায়েদ বাবুনগরী। আজ ২১ মে শুক্রবার সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে হেফাজতের আহবায়ক এসময় মাওলানা ইকবালের মৃত্যুর কারণ বের করতে সুষ্ঠু তদন্তেরও আহবান জানান।

আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা ইকবাল হোসেনকে গ্রে;প্তারের পর রিমা;ন্ডে নেয়া হয়েছিল। রিমা;ন্ডে অ;সুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। আমরা জানতে পেরেছি, অ;সুস্থ হওয়ার পরও সঠিক সময়ে তাকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়নি। কা;রাব;ন্দি অবস্থায় গতকাল হসপিটালেই তাঁর মৃত্যু হয়েছে। মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শো;কা;হত। তিনি আরো বলেন, কা;রাব;ন্দি অ;বস্থায় অ;সুস্থ হলে কয়েদিকে যথাযথ চিকিৎসা সেবা দেয়ার বিধান রয়েছে।

মাওলানা ইকবাল হোসেনকে যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে মৃ;ত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে কিনা সে বিষয়টি খ;তিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান করছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, গ্রে;প্তার হওয়া ওলামায়ে কে;রামের মধ্যে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কা;রাগা;রে অ;সুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। অ;সুস্থ হওয়া ওলামায়ে কেরাম সহ এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

তিনি বলেন, মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন দায়িত্বশীল ছিলেন। কা;রাব;ন্দি অবস্থায় মৃত্যুবরণ করা ইসলামের জন্য তাঁর এ ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ। মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি আল্লাহ তায়া’লা তাঁর সকল দীনি খিদমাতকে কবুল করুন, ক্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং পবিবারকে সবরে জামিল দান করুন, আমিন।