ফি’লিস্তি’নের গা’জা উ’পত্য’কায় ই’হুদী’বাদী ই’সরাই’লের নৃ’শং’সতার পেছ’নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘র’ক্তা’ক্ত হা’ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। গা’জা উপ’ত্যকায় ই’সরাই’লি বাহি’নীর বো’মা হা’ম’লা ও আ’ক্র’মনের পক্ষে ওয়াশিংটনের সমর্থন থাকায় এমন মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ মে) একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চরম সমলোচনা করেছেন এরদোগান। খবর- এনডিটিভি ও মিডেল ইস্ট আই। বাইডেনকে উদ্দেশ্য করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আপনি আপনার র’ক্তা’ক্ত হাত দিয়ে ই’তিহাস লিখছেন। আপনি আমাদের এই কথা বলতে বাধ্য করেছেন। আমরা এ নিয়ে আর চুপ করে থাকতে পারি না।’
গা’জায় দখ’লদার ই’সরায়ে’লের ব’র্ব’রতার ম’ধ্যেই দেশটিকে আরো অ’স্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইস’রায়ে’লের কাছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলা’রের অ’স্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের দ্বারা অনুমোদিত নতুন অ’স্ত্র চা’লানের মার্কিন সংবাদমাধ্যমের প্র’তিবেদনের উদ্ধৃতি দিয়ে এর’দোগান বলেন, ‘এই প’রিস্থি’তিতেও আজ আমরা ইস’রাই’লের কাছে যুক্ত’রাষ্ট্রের অ’স্ত্র বিক্রির বিষয়ে বাইডেনের স্বাক্ষর দেখেছি।’
বাইডেনকে উদ্দেশ্য করে এরদোগান আরও বলেন, ‘ফিলিস্তিনি অঞ্চলগুলো অ’টোমানদের সমা’প্তির সাথে শা’ন্তি হা’রিয়েছে। এমন অনেক অন্যান্য অঞ্চ’লগুলোতে অ’ত্যা’চার, য’ন্ত্রণা ও র’ক্ত দিয়ে উ’দ্বেগ প্রকাশ করেছে এবং আপনি এটিকে সমর্থন করছে।’ ইস’রাই’লের গা’জায় তী’ব্র বো’মা হা’ম’লা শুরু হওয়ার পরে দ্বিতীয় সপ্তাহে যু’দ্ধবির’তির ডাক দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বাড়ছে।
অ’ন্যদিকে ই’সরাই’লের প্রধানমন্ত্রী বেঞ্জা’মিন নেতা’নিয়াহু গত শনিবার জানিয়েছেন, ‘গা’জার বি’রু’দ্ধে ইস’রাই’ল যু’দ্ধে’র জন্য সময় নেবে এবং যত’ক্ষণ প্রয়োজন চালিয়ে যাবে।’ গা’জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গত ১০ই মে ইস’রাই’ল গা’জায় হা’ম’লা শুরু করার পর থেকে শিশু সহ কমপক্ষে ২১২ জন নি’হ’ত হয়েছেন।