গতকাল সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাক্কারজনক কাণ্ডের পর আজ মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা সচিব লোকমান হোসেন মিয়া কেউই মন্ত্রণালয়ে যাননি। তাদের বদলে গতকালকের ঘটনায় যে অন্যতম অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে স্বাস্থ্য সেবা সচিব লোকমান হোসেন মিয়া আজ সকাল থেকেই মন্ত্রণালয়ে অনুপস্থিত। তিনি কোথায় আছেন, তার ব্যক্তিগত স্টাফরা বলতে পারেন নি। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একনেকের মিটিং এ ছিলেন। সেখান থেকে তিনি মন্ত্রণালয়ে আসবেন কিনা, সে সম্পর্কে তার কর্মকর্তারা কোনো কিছু জানাতে পারেন নি।
উল্লেখ্য যে, গতকালের ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা সচিব লোকমান হোসেন মিয়া`র পদত্যাগ দাবি করছেন সাংবাদিকরা। গতকাল স্বাস্থ্য সেবা সচিবের অফিসে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। তার ওপর শারীরিক নির্যাতন করা হয়। সে সমস্ত নির্যাতনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
এই ঘটনার পর বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আর এরকম পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা সচিবের অনুপস্থিতি নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।