আগামী সপ্তাহে চলতি বছরের প্রথম ব্লাড মুন দেখা যাবে। ২৬ মে বিশ্ববাসী সাক্ষী হতে চলেছে ব্লা’ড মুনের। রাতের আকাশে সাড়ে ১৪ মিনিট স্থায়িত্বের ব্লা’ড মুন বাংলাদেশ-ভারতের আকাশে দেখা যাওয়ার সম্ভাবনা কম।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু এলাকার লোকজন ব্লাড মুনের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। অন্যদের এমন দৃশ্য দেখতে হবে ওয়েবসাইট ও টিভি চ্যানেলে।
ব্লা’ড মুনে কী হয়?
যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে তখন পূর্ণ’গ্রাস চন্দ্রগ্রহণ হয়। এসময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। চাঁদের উপর সূর্যের আলো সরাসরি পড়তে পারে না। প্রতিসরণের ফলে আলো চাঁদের অন্ধকার অংশে পড়ে। এর ফলে চাঁদকে র;ক্তের মতো লাল দেখায়। একেই বলা হয় ব্লা;ড মুন।
সূত্র: ইউএসএটুডে।