ইসরায়েলের বি;রুদ্ধে যু;;দ্ধের জন্য প্রস্তুত ইরাক

ইসরায়েলি দখলদারদের বি;রু;দ্ধে ল;ড়া;ইয়ের জন্য ইরাকের হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা মুভমেন্ট প্রস্তুত আছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র নাসর আশ-শাম্মারি।

তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় স;;ন্ত্রা;সবি;রো;ধী ল;ড়া;ইয়ে নুজাবা মুভমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরাকের জনগণ বিশেষ করে প্র;তিরো;ধ সংগ্রামীরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যু;;দ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষে;;পণা;;স্ত্র ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি।

নুজাবা মুভমেন্টের মুখপাত্র বলেন, ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বি;রু;দ্ধে যে প্র;তিরো;ধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। আর আরব দেশগুলোর যেসব শাসক ইসরায়েলের সঙ্গে আপস করেছে তাদের প্রতি আমাদের ঘৃ;;ণা। তারাও ইসরায়েলের অ;প;রা;ধে সমভাবে অ;প;রা;ধী।

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের হা;;ম;লা অব্যাহত রয়েছে। টানা আট দিন ধরে তাদের ব;;র্ব;রোচি;ত হা;;ম;লায় সোমবার পর্যন্ত ৫৮ শিশুসহ প্রায় ২০০ ফিলিস্তিনি প্রাণ হা;রিয়ে;ছেন।

আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হা;;ম;লায় প্রতি ঘণ্টায় তিনটি শিশু আহত হচ্ছে। ইসরায়েলি দখলদারদের টানা বিমান হা;;ম;লায় এ পর্যন্ত ৩৬৬ শিশুসহ আ;হ;ত হয়েছেন এক হাজারের বেশি নি;রী;হ ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গত এক সপ্তাহে ফিলিস্তিনি স;শ;;স্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায় তিন হাজারেরও বেশি র;কে;ট ছুড়েছে। ফিলিস্তিনিদের হা;;ম;লায় এ পর্যন্ত দুই শিশুসহ ১০ ইসরায়েলি নি;;হ;ত হয়েছেন।