গা’জা উ’পত্য’কায় ইস’রাই’লের ব’র্ব’রো’চিত বো’মা-হা’ম’লার প’রিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেনের নি’র্লি’প্ততার প্র’তিবাদে ‘দ্য কাউন্সিল অন আ’মেরিকান-ই’সলামিক রিলেশন্স’ (কেয়ার) হোয়াইট হাউজের ঈদের অনুষ্ঠান ব’র্জ’নের ঘোষণা দিয়েছে।১৬ মে রবিবার ঈদ-উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে হোয়াইট হাউজ। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য নিয়ে কর্মরত আরো দুটি সংগঠনের পক্ষ থেকে ব’র্জ’নের ঘোষণা দেয়া হয়েছে।
মুসলিম-আ’মেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘স্বে’চ্ছাসেবী সংগঠন’ কেয়া’রের ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টরর নিহাদ আওয়াজ শনিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ‘আমরা জেনেশুনে বাইডেন প্রশাসনের সাথে ঈদ উদযাপন করতে পারি না, যখন গা’জায় ই’সরাই’লি দু’র্বৃ’ত্তপ’নাকে আ’ক্ষ’রিক অর্থে সহায়তা-সমর্থন করা হচ্ছে,
নি’রীহ পুরুষ-নারীসহ শি’শু’দের নি’র্বিচা’রে বো’মা হা’ম’লায় হ’ত্যা করা হচ্ছে, সে সময় বাই’ডেনের নির’বতাকে আমরা মানতে পারছি না। এটা বিবেকের দং’শ’ন হবে-যদি বাইডেনের সাথে ঈদ-উৎসবে আমরা অংশ নেই। আমরা সর্বান্তকরণেই মনে করছি যে, প্রেসিডেন্ট বাইডেনের এহেন অ’ন্যায়-অ’বিচার বন্ধ করা অথবা দ’ম’ন ক’রার ক্ষমতা ও নৈতিক কর্তৃত্ব রয়েছে। আমরা তাকে আ’হ্বান জা’নাচ্ছি ভি’কটিম’দের পক্ষে দাঁড়ানোর, হা’য়ে’না’দের পক্ষে নয়।’
‘ই’সরাই’লিদের বো’মা হা’ম’লা বন্ধে বাই’ডেন প্র’শাসন যদি কার্যকর অর্থে কোন পদক্ষেপ না নেন, এরফলে আরো অনেক শিশুর প্রাণহানী ঘট’বে, এরমধ্য দিয়ে মূলত: মুসলিম-আমেরিকানদের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বিদ্যমান সম্পর্ক মা’রাত্ম’কভাবে ক্ষ’তিগ্র’স্ত হতে বাধ্য। শুধু তাই নয়, যারা সত্যিকার অর্থে নাগরিক ও মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদের সাথেও বাই’ডেনের সম্পর্কের অব’নতি ঘটবে’-মন্তব্য নিহাদ আওয়াজের।
প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজের ঈদ-উৎসব প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ‘জিল এবং আমি অধীর আগ্রহে রয়েছি রবিবারের ঈদ উৎসবে সকলকে স্বাগত জানাতে। সারাবিশ্বে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে করো’না পরিস্থিতির মধ্যেই। তবে আনন্দে পরিপূর্ণতা পায়নি মুসলিম সমাজের পবিত্র ভূমিতে হা’না’হা’নির কারণে। যুক্তরাষ্ট্রের মুসলমানেরাও ব্য’থিত এবং উদ্বিগ্ন ঐ একই কারণে।’
বাইডেন তার বিবৃতিতে উল্লেখ করেছেন, গা’জা সহ ফি’লিস্তি’নিরা এবং ই’সরা’ই’লিরা সমানভাবে নিরাপদে সম্মান, মর্যাদার সাথে বসবাসের অধিকার রাখে। নিজ বসতভিটা অথবা ধ’র্মচর্চার স্থানে নিরাপত্তাহীনতা কিংবা ভীতির সঞ্চার হওয়া উচিত নয়। অথচ এমন দ্ব’ন্দ্ব-সং’ঘা’ত চলছে যা ঐ সমাজের শি’শুরাও ভী’তির অবস্থায় রয়েছে। আমার প্রশাসন ফি’লিস্তি’নি এবং ই’সরাই’লি এবং ঐ এ’লাকার অংশি’দারদের সাথে শ’লা-প’রামর্শ অব্যাহত রাখবে শান্তিপূর্ণভাবে উদ্ভূত পরিস্থিতির সমাধানে।’