টাইগার শ্রফের মায়ের সঙ্গে অভিনেতা সাহিলের সম্পর্ক!

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টাইগার শ্রফ। প্রথম ছবিতেই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। টাইগার শ্রফ হলেন বলিউডের তারকা অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে।

এর মধ্যেই বিতর্কে টাইগার শ্রফ। এতে অবশ্য তার কোনও ভূমিকা নেই। এর যাবতীয় দায় টাইগারের মা আয়েশা শ্রফের। আয়েশার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তার, এমনই অভি;যোগ এনেছেন বলিউড অভিনেতা সাহিল খান।

‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’র মতো সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছিলেন সাহিল। কিন্তু তারপর আর বি-টাউনের মাটিতে হালে পানি পাননি ৪০ বছরের অভিনেতা। পরে টাইগারের মা আয়েশা শ্রফের সঙ্গে প্রযোজনা সংস্থা খুলে ফেলেন।

সম্প্রতি সাহিলের বি;রুদ্ধে ৫ কোটি টাকার প্রতারণার অভি;যোগ আনেন আয়েশা। তার অ;ভিযোগ ছিল, স্বামী জ্যাকি শ্রফকে কিছু উপহার কেনার ভার সাহিলের উপর দিয়েছিলেন তিনি। সেই কারণেই ওই টাকা নিজের বিজনেস পার্টনারকে দিয়েছিলেন। কিন্তু তা সাহিল আর ফেরত দেননি।

এরপরই পাল্টা অভি;যোগ করেন সাহিল। তার দাবি ছিল, আয়েশার সঙ্গে যৌ;;ন সম্প;র্ক গ;ড়ে উঠেছিল তার। সেই সুবাদেই আয়েশা নিজের ইচ্ছেতেই এই টাকা খরচ করেছেন।

প্রত্যুত্তরে আয়েশা জানান, সাহিল সমকামী। তার সঙ্গে যৌ;;ন সম্প;র্ক স্থা;পনের কোনও প্রশ্নই নেই।

কিন্তু সাহিলের আইনজীবীর দাবি, দু’জনের কিছু ঘ;নি;ষ্ঠ মুহূর্ত ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন সাহিল। যা গো;পনভাবে আদালতে পেশ করা হয়। কিন্তু, তাতে আপত্তি জানান আয়েশার আইনজীবী।

তার বক্তব্য, ব্যক্তিগত প্রসঙ্গের কোনও সম্পর্ক নেই এই মামলার সঙ্গে। ছবি গুলি ভু;য়া হতে পারে। এর সত্যতা যাচাইয়ের জন্য সাহিলের গ্রেপ্তারির আবেদন জানানো হয়েছে।