নাতি-নাতনিদের অভিভাবকত্বের আবেদন করতে পারেননি মিতুর বাবা

মাহমুদা খানমের মিতুর বাবা মোশাররফ হোসেন নাতি-নাতনিদের নিজেদের জি;ম্মায় নিতে আদালতে আবেদন করতে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় ফিরে এসেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা পারিবারিক আদালতে যাবেন। বাবুল আক্তারের পরিবারের পক্ষ থেকেও বাবুল–মিতুর সন্তানদের জিম্মায় রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানা গেছে। যদিও বাবুল আক্তারের পরিবার এ কথা স্বীকার করেনি।

এর আগে গত সোমবার বাবুল আক্তারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামে ডেকে পাঠায়। ওই দিনই বাবুল আক্তারের বর্তমান স্ত্রী বাবুল–মিতুর দুই সন্তানকে নিয়ে তাঁদের বাবর রোডের বাসা ছেড়ে যান বলে জানা গেছে। বাবুল আক্তারের বর্তমান স্ত্রীর বাড়ি কুমিল্লায় বলে জেনেছে পুলিশ ও মিতুর পরিবার। মিতুর বাবা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বাবুল–মিতুর সন্তানদের নিয়ে বাবুলের বর্তমান স্ত্রী কুমিল্লায় চলে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। মিতুর সন্তানদের নিরাপত্তা নিয়ে তাঁরা শ;ঙ্কিত। দ্রুত নাতি–নাতনির অভিভাবকত্ব চান তাঁরা।

উল্লেখ্য, সন্তানদের আ;ড়ালে রাখতে বাবুল প্রথমে পুলিশকে ভুল ঠিকানা দিয়েছিলেন বলেও পিবিআই কর্মকর্তাদের জানান। পিবিআই জানায়, বাবুল আক্তারের রিমা;ন্ড শেষে বাবুল–মিতুর ছেলের সঙ্গে তারা কথা বলবে। কারণ ওই ছেলেই হ;;ত্যাকা;;ণ্ডের প্রত্যক্ষদর্শী।