নি’র্যা’তিত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল ওভিপির (অস্ট্রিয়ান পিপলস পার্টি) এমপি রেসুল ইয়েগিটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রেসুল ইয়েগিট কয়েক বছর ধরে ওভিপিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের নিবেদিত কর্মী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি ফেসবুকে ‘ফ্রি ফিলিস্তিন’ লিখাসহ একটি ফিলিস্তিনি পতাকা পোস্ট করেন।
ইয়েগিট বলেন, ‘যদি কোনো দেশের প্রধানমন্ত্রী তার সরকারি কার্যালয়ে অন্য দেশের পতাকা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে রাজনীতিবিদ এবং জনগণ যে কেউ তাদের মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যে, অস্ট্রিয়ার সরকারের সিদ্ধান্ত এর বিপক্ষে ছিল।
এর কয়েকঘণ্টা পরই দলীয় কার্যালয়ে ডেকে তাকে বহিষ্কার করা হয়। এদিকে বহিষ্কারের প্রতিক্রিয়া ইয়েগিট বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যদি তার সরকারি কার্যালয়ে অন্যদেশের পতাকা টানিয়ে রাখতে পারেন, তবে আমি কেন আমার ব্যক্তিগত পছন্দ প্রকাশ করতে পারব না?’ ইয়েগিট একজন নিবেদিত প্রাণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।