ঈদে বাড়তি আনন্দ দিতে গান নিয়ে হাজির হন আলোচিত কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আজ (১৫ মে) ‘সুখে থাকো তুমি’ একক গানের অনুষ্ঠানে শ্রোতাদের গান শোনাবেন তিনি।
১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন—নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।
গানের শিরোনামগুলো হলো— ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলা , ‘প্রথম দেখা’, ‘বাঁচবোনা তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’। গানগুলো নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়ে।
এটিএন বাংলায় আজ শনিবার রাত সাড়ে ১০টায় ‘সুখে থাকো তুমি’ অনুষ্ঠানটি সম্প্রচার হবে। এর আগে ২০১৬ সালের ঈদুল আজহায় ‘হৃদয় ছুঁয়ে যায়’ গানের অনুষ্ঠান নিয়ে প্রথমবার পর্দায় হাজির হন ড. মাহফুজুর রহমান। তখন থেকেই আলোচনায় তিনি।
পরের বছর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ নামের অনুষ্ঠানে গান পরিবেশন করেন এই শিল্পী। এর কিছুদিন পর ‘স্মৃতির আলপনা আঁকি’ নামে আরেকটি গানের অনুষ্ঠান নিয়ে দর্শকের সামনে হাজির হন ড. মাহফুজুর রাহমনা।