প্রকাশ্যে বা গোপনে যারা ই’সরাই’লি র’ক্ত’পা’তকে স’মর্থন দিয়ে যাচ্ছে তাদের সতর্ক করে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার নিজ দল একে পার্টির ভার্চুয়াল সভায় তিনি বলেন, যারা চুপ থেকে কিংবা প্রকাশ্যে ইসরাইলি র’ক্তপা’তকে সমর্থন দিয়ে যাচ্ছে, জেনে রাখা উচিত, একদিন তাদেরও পালা আসবে।
এরদোগান বলেন, ওআইসি যদি ইস’রাই’লি হা’ম’লার বি’রুদ্ধে জো’রা’লে অব’স্থান না নেয় তাহলে এই জো’ট তার নিজের অস্তি’ত্বকেই বি’নষ্ট করবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুরো দুনিয়া ইসরাইলি ধ্বংসযজ্ঞ উপেক্ষা করে গেলেও তুরস্ক কখনও এটি মেনে নেবে না। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি বিমান হামলায় ক্ষুব্ধ এরদোগান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ রেজ্যুলেশনের মাধ্যমে সমাধানেরও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর স’ন্ত্রা’সী রাষ্ট্র ই’সরাই’লের হা’ম’লার ঘট’নায় আমি ভা’রাক্রা’ন্ত ও ক্ষু’ব্ধ। ফি’লিস্তি’নের শহরগুলোতে ইস’রাই’লের আ’গ্রাস’নের বি’রুদ্ধে ও মা’নব’তার সম্মান রক্ষার জন্য জে’রুজালে’মের পাশে দাড়ানো কর্তব্য। এর আগে ফি’লিস্তি’নিদের রক্ষার জন্য একটি আ’ন্তর্জা’তিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
অবরুদ্ধ গা’জা উ’পত্য’কায় ইস’রাই’লের অ’ব্যাহ’ত বি’মান হা’ম’লার মুখে এই দুই নেতা টেলিফোনে কথা বলেন। ফিলিস্তিনের গাজায় ই’সরাই’লি বা’হিনীর হা’ম’লার ৬ষ্ঠ দিন চলছে। এ হা’ম’লা আরো জো’রদার করেছে দখলদার বাহিনী।
গত সোমবার থেকে গা’জা সী’মা’ন্তে ই’সরাই’লি বাহিনীর বি’মান হা’ম’লার পর এখন ভূমি থেকে আ’র্টি’লারি ফা’য়ার ও ট্যাং’ক দিয়ে গো’লা ছো’ড়া হ’য়েছে। শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষে’পণা’স্ত্র ছু’ড়েছে তারা। ইস’রাই’লের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।