সৌদি যুবরাজের হাফপ্যান্ট পরা ছবি ভাইরাল

সামাজিকমাধ্যমে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হ্যাফপ্যান্ট পরা একটি ছবি ভাইরাল হয়েছে। আরবিতে লেখা যুবরাজের নামের একটি ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়েছে। এ পেজটিতে সাত লাখ ২১ হাজার ২৪০ ফলোয়ার রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) যুবরাজের হাঁটার পোশাক বারমুডা পরিহিত ছবি পোস্ট করে তাতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। তবে এই পেজটি যুবরাজের নিজের নয় বলে জানিয়েছে আমওয়াজনাত নামে একটি আরবি ভাষার ওয়েবসাইট।

পরে ছবিটি সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটিতে ৫৫ হাজার লাইক, লাভ ও হা হা রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য করেছেন প্রায় ৫৭ হাজার নেটিজেন।

এতে যুবরাজের সমালোচনার পাশাপাশি তার তারিফও করা হয়েছে। কেউ কেউ ছবির কমেন্টে ইয়েমেনের ক্ষুধার্ত শিশু ও নিহত সাংবাদিক জামাল খাসোগির ছবি পোস্ট করেছেন।

এর আগে বারবুর জ্যাকেট পরে ছবি দিয়ে পত্রিকার শিরোনাম হয়েছিলেন সৌদি আরবের কার্যত এই নেতা। টুইটারে কেউ কেউ এটাকে ‘ক্রাউন প্রিন্স জ্যাকেট’ হিসেবেও উল্লেখ করেছেন।