নিজের মৃত্যুর খবর দেখে চমকে উঠলেন নায়িকা!

নিজে ভুগছেন করো’নায়৷ বাড়িতে রয়েছেন একা৷ বাবা, মা ও দাদি করো’না আ’ক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি৷ সে কথা কয়েকদিন আগে নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছিলেন অভিনেত্রী রণিতা দাস ৷ লিখেছিলেন যে তিনি হাঁপিয়ে উঠছেন এই পরিস্থিতিতে৷ তার মধ্যে আরেক বি’পদের মুখে পড়লেন রণিতা৷

ফেসবুকের পেইজে উঠে এল রণিতার ভুয়া মৃ’ত্যুর খবর! তিনি নাকি করো’না আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গি’য়েছেন৷ এমন খবর ছড়িয়ে প’ড়তেই চাঞ্চল্য সৃষ্টি হলো৷ কারণ রণিতা খুবই চেনা মুখ এবং তাঁর জনপ্রিয়তাও রয়েছে৷ একে তিনি করো’নায় ক’বলে পড়ে খুবই দু’র্বল, তার মধ্যেই নিজের মৃ’ত্যুর খবর পেয়ে অত্যন্ত ম’র্মাহ’ত নায়িকা৷ এরপর তিনি নিজেই নিজের হাল লিখে ফেসবুকে পোস্ট করলেন।

ঘট’না বৃহস্পতিবারের৷ দুপুর বেলায় রণিতার একটা পোস্ট করলেন৷ সেখানে তিনি লিখলেন, “মা বাবা, ঠাকুমা, দাদি সবার ঠিকানা হাসপাতাল। বাড়িতে শুধু আমি, আমার ফাঙ্কি, আর ৫টা নতুন নবজাতক। ল’ড়ছি৷ বাড়ির সবাই নিজের মতো করে ল’ড়ছে৷ কেউ ভাববেন না যে ৭টা বাচ্চা আমাকে জ্বা’লাচ্ছে, ওরা আমায় সারাদিন একা থাকতে অ’ক্সিজেন জো’গাচ্ছে।

আমার উইকনেস আছে খুব, জ্ব’র নেই। সবাই সাবধানে থাকুন, আর একটু সুস্থ হলে ল’ড়াই এর পুরো গল্পটা বলব৷ গল্পে রিয়াল হিরো, হি’রোইনদের নাম বলব৷” এটা তিনি লেখেন ফেসবুকে। বোঝাই যাচ্ছে নিজের মৃ’ত্যু খবর পেয়ে, তিনি খুবই আ’হাত হয়ে’ছেন এবং সবার কাছে সঠিক খবর দিতেই তিনি এই পোস্টটি করেছেন।

এর আগেও রণিতা লেখেন যে এই লড়া’ইয়ের শেষ কোথায়, আমি জানিনা কিন্তু এবার আমি হাঁপিয়ে উঠছি৷ অর্থাৎ বাড়ির সবাইকে নিয়ে তিনি খুবই চিন্তিত এবং নিজের শরীরের হালও খুব খারা’প, সেটা তাঁর এই লেখার মাধ্যমেই বোঝা যাচ্ছে৷ এই পরিস্থিতিতে একটু সাবধানী হয়েই খবর পরিবেশন করা উচিৎ৷

করো’না কালে সকলের মনই ভারা’ক্রান্ত৷ প্রতিদিনই খারাপ খবরে মন ভা’ঙছে সবার৷ তার উপর এমন ভ্রা’ন্ত খবরে চাঞ্চল্য তৈরি হওয়াটাই স্বাভাবিক৷ তবে যাই হোক না কেন, টেলি অভিনেত্রী আপাতত ল’ড়াই চা’লাচ্ছেন৷ তিনি ও তাঁর পরিবারের সকলে সুস্থ হয়ে উঠুন, এই কামনাই রইল৷