দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসি জানায়, ইস’রায়েলি এক ফিলি’স্তিনি নি’হ’তের প্র’তিবাদে ব্যাপকভাবে বি’ক্ষো’ভ ছ’ড়িয়ে পড়লে তা স’হিং’স’তায় রূপ নেয়। পরিস্থিতি নি’য়ন্ত্রণে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় তেল আবিব।
খবরে বলা হয়, বি’ক্ষো’ভকারীদের ছ’ত্রভ’ঙ্গ করতে ‘স্টা’ন গ্রে’নে’ড’ ব্যবহার করেছে ইস’রায়েলি পু’লিশ। এর জ’বাবে ই’ট-পা’টকে’ল ছু’ড়ে’ছে প্র’তিবাদকারীরা। এতে অন্তত ১২ জন আ’হ’ত হন। পুরো শহরের পরিস্থিতি এতটাই না’জক হয়ে পড়ে যে, তাকে গৃ’হযু’দ্ধের সঙ্গে তুলনা করেছেন সেখানকার মেয়র ইয়ার রেভিভো। শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, তা সব ইস’রায়েলির জানা উচিত বলে মন্তব্য করেন তিনি।
টাইমস অব ইসরায়েল বলছে, ১৯৬৬ সালের পর শহরটিতে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করলো সরকার। এমনকি ‘প্রয়োজনে কার’ফিউ জারি’র হু’মকি দিয়েছেন নেতানিয়াহু। প্রসঙ্গত, ই’সরা’য়েলে বিপুল সংখ্যক আরব নাগরিক বসবাস করছেন, যারা নিজেদের ইস’রা’য়েলে বাস করা ফিলিস্তিনি পরিচয় দেন। এমন এক নাগরিক সম্প্রতি ইসরায়েলি এক ব্যক্তির গু’লি’তে নি’হ’ত হলে বি’ক্ষো’ভ শুরু হয়।