সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ড্রো’ন হা’ম’লা চালিয়েছে ই’য়েমেনের হুথি আনসারুল্লাহ আ’ন্দো’লন সমর্থিত সেনারা। সোমবার টুইটারে দেয়া এক পোস্টে এ হা’ম’লার কথা নিশ্চিত করেছেন ইয়েমেনি সাম’রিক বাহি’নীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি।
তিনি বলেন, ইয়ে’মে’নি ড্রো’ন সু’নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নি’খুঁতভাবে আ’ঘা’ত হে’নে’ছে। ইয়ে’মেনের বিমান বাহিনী কাসেফ টু-কে ড্রো’ন দিয়ে সৌদি আরবের আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ একটি ল’ক্ষ্যব’স্তুর ওপর অ’ভিযান চালিয়েছে।
জেনারেল সারিয়ি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ২০১৫ সাল থেকে ইয়ে’মেনের ওপর যে অ’ন্যা’য় ও ব’র্ব’র আ’গ্রাসন চালাচ্ছে তার জ’বাব দেয়ার বৈ’ধ অ’ধিকার ই’য়েমেনে র’য়েছে। তারই আ’লোকে ইয়েমেনের সাম’রিক বাহিনী আবহা বিমানবন্দরের ওপর এই হা’ম’লা চা’লিয়েছে।