রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সোমবার বেলা দেরটা পর্যন্ত ঢাকা গামী যাত্রীদের উপচেপা’ড়া ভির ছিল। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জে’লা থেকে ঢাকাগামী যাত্রীরা প্রাইভেটকার ও মাহিন্দ্র পরিবহনে এসে আট’কা পড়ে।
অ’সুস্থ্য ও মৃ’’ত ব্যাক্তিদের পারপারের জন্য ২/১ ফেরি চালু রয়েছে। সকাল ৬টা থেকেই অধিকাংশ ফেরি বন্ধ রাখে বিআইডাব্লুউটিসি। ৪/৫ গু’ন বেশি ভাড়া দিয়েও দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে যেতে পারছে না হাজার হাজার যাত্রী।
ঢাকা শহরের ফার্মগেট মনিপুর এলাকার ড্রাইভার আ: ছালাম মিয়া (৫০) যানবাহানের অভাবে বাইসাকেল চালিয়ে যশোর বিমানবন্দর এলাকায় দেবটিয়া গ্রামের বাড়ীতে ঈদ করতে যাচ্ছেন।
সোমবার বেলা ১২ টায় ছালাম মিয়া রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জানান, ২শত ৮০ কি: মি: বাইসাকেল চালিয়ে তিনি ঈদের ছুটিতে বাড়ীতে যাচ্ছেন। পরিবারের সবার সাথে ঈদ করার জন্য কোন গাড়ী না পেয়ে বাধ্য হয়ে বাইসালেক নিয়ে রওনা হয়েছেন। সংবাদসুত্র: বার্তাবাজার।