কো’ভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বি’পর্য’স্ত ভারত। রোজ হাজার হাজার মানুষের মৃ’ত্যু হচ্ছে। সং’ক্র’মণ শনা’ক্ত হচ্ছে লাখ লাখ মানুষের। বৈ’শ্বিক ম’হামা’রিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষ’য়ক্ষ’তিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে সোমবার সকালে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও বলা হয়, বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে ক’রোনা মোকা’বিলার বিষ’য়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করো’নায় মোট সং’ক্রমি’ত ও মৃ’ত’দের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শ’নাক্ত হয়েছেন।
একই সময়ে মা’রা গেছেন ৩ হাজার ৭৪৮ জন। করো’নার ন’জিরবিহীন সং’ক্র’মণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভে’ঙে পড়েছে। অ’ক্সিজেনের অভাবে বহু রোগী মা’রা গেছেন। ইতোমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।