ফজর নামাজের ইমামতি করছিলেন এক ইমাম, এমন সময় আ;ক;স্মি;ক হা;;ম;লার শি;কার হন তিনি। এ ঘট;নায় হা;;ম;লাকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ইন্দোনেশিয়ার পেকানবারু শহরে এই ঘৃ;ণ্যকা;ণ্ড ঘ;টে বলে সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন। এসময় এক ব্যক্তি মুসল্লিদের মাঝখানে দিয়ে শান্তভাবে হেঁ;টে যাচ্ছেন। কিছুক্ষণ পর সে নামাজরত ইমামের সামনে গিয়ে দাঁড়ান। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি ইমামকে প্রথমে নামাজ পড়তে বা;ধা দেন। পরে তাকে থা;;প্প;ড় মা;রে;ন।
এতে তিনি তার জায়গা থেকে সরে আসেন। এমন ঘটনায় মুসল্লি প্রথমে অবাক হয়ে যান। পরে দ্রুত নিজেদের সামলে নেন তারা। এরপর মুসল্লিরা নামাজ ভে;ঙে সামনে চলে আসেন এবং ওই হা;;ম;লাকারীকে মা;;রধ;র করেন। এসময় উ;ত্তে;জনা হয় এবং বি;শৃঙ্খ;লা দেখা দেয়।
ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা হা;;ম;লাকা;রী ব্যক্তিকে গ্রেফতার করেছে। এখন এ বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে।
সূত্র: খালিজ টাইমস