গোটা ভারত,জুড়ে ইঞ্জিনি,য়ারিং ভ,র্তি পরীক্ষায় মেধা তালিকার শী,র্ষে মুসলিম কিশোরী !

সারা ভারতে একযো,গে অ,নুষ্ঠিত ইঞ্জিনি,য়ারিং ভ,র্তি পরী,ক্ষা জ,য়েন্ট এন,ট্রেন্স এক্সামি,নেশন মেইন (জেইই-মেইন) পরী,ক্ষার ফলাফলে সম্মি,লিত মেধা তালিকার শী,র্ষে স্থা,ন করে নিয়েছেন এক মুসলিম কি,শোরী।

ইফ,রাহ খান নামের মহারা,ষ্ট্র রা,জ্যের নাগপু,রের এই শি,ক্ষার্থী ৯৯.৯৯৪৬৪২৫ স্কো,র নিয়ে মেয়ে,দের ম,ধ্যে তৃতী,য় স্থা,ন অ,র্জন করেছেন। এর আগে গত ১৬-১৮ মার্চ এই পরী,ক্ষা অনুষ্ঠি,ত হয় এ,বং ২৪ মার্চ পরী,ক্ষার ফল ঘো,ষণা করা হয়।

নাগপু,রের ভেলগাঁ,ওয়ের ইন্ডি,য়ান অলিম্পি,য়াড স্কুলে,র এই শিক্ষা,র্থী বলেন, ‘আমার ই,ন্ডিয়ান অলি,ম্পিয়াড স্কু,লেই প্রয়োজ,নীয় কো,চিং করেছি, আমার দুই ভাই আমার কো,চিং করিয়েছেন।’ ইফরাহ খানের বাবা সু,হাইল খান ও মা নাগমা খান দু’জনেই ইন্ডি,য়ান অলি,ম্পিয়াড স্কু,লের ডাই,রেক্টর।

ভারতে প্রকৌ,শল শিক্ষা প্র,তিষ্ঠান ইন্ডি,য়ান ইনস্টিটি,উট অব টেক,নোলজির (আই,আইটি) সাবেক শি,ক্ষার্থী তার দুই ভা,ইও পরিবা,রের পরিচা,লিত এই স্কু,লের শিক্ষক। ইফ,রাহ খান বলেন, ষ,ষ্ঠ শ্রে,ণী থেকে তিনি প,রীক্ষা জ,ন্য প্র,স্তুতি শু,রু করেন এ,বং প্রতি,নিয়তই নতুন নতুন বিষয়ে শিক্ষা নিতে থাকেন।

তিনি বলেন, ‘দৃঢ় সংক,ল্প ও চে,ষ্টা নিয়ে আগে আ,গেই প্রস্তু,তি নেয়া শু,রু করুন। বাকিটা খোদার হাতে ছে,ড়ে দিন।’

সূত্র : মুসলিম মিরর